কাশিমপুর গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরের কাশিমপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মহানগর বিএনপির সভাপতি জনাব মোঃ শওকত হোসেন সরকারের দিকনির্দেশনায় কাশিমপুর থানা বিএনপির উদ্যোগে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জিরানী বাজার এলাকায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রথমে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা জিরানী বাজার প্রধান সড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাশিমপুর থানা বিএনপির সভাপতি খন্দকার আলী হোসেন। এ সময় উপস্থিত ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক রহিম মাতব্বর, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন মৃধা, থানা যুবদলের সদস্য সচিব কে এম হাফিজুর রহমান রাজু, ১নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি সাকিব হাসান নিলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ, গণতন্ত্রের জন্য তাঁর সংগ্রাম এবং দেশের উন্নয়নে তাঁর অবদান আজও মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। বর্তমান সময়ে গণতন্ত্র রক্ষায় ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা আরও দাবি করেন, বিএনপি ছাড়া দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। জনগণের ভোটাধিকার ফিরিয়ে এনে দেশকে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বিএনপির বিকল্প নেই বলেও উল্লেখ করেন তারা।
সংক্ষিপ্ত বক্তব্যে কাশিমপুর থানা বিএনপির সভাপতি খন্দকার আলী হোসেন বলেন, “বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকারের আমলে সাধারণ মানুষ যে পরিমাণে নির্যাতিত হয়েছে তা ইতিহাসে বিরল। আসন্ন নির্বাচনে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় এলে আমরা জনগণের সুখ-দুঃখে পাশে থাকব, ইনশাআল্লাহ।”