মোঃ জামাল আহম্মেদ নিজস্ব প্রতিবেদক
আসন্ন দ্বাদশ জাতীয় জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে ভোট জরিপে এগিয়ে মুহাম্মদ সাইফুল ইসলাম। গত কয়েকদিন পূর্বে এমনই একটা নিউজ একাধিক মিডিয়াতে সম্প্রচার হয়।
মেম্বার শফি উদ্দিন বলেন,মুহাম্মদ সাইফুল ইসলাম সর্ব বিষয়ে এগিয়ে,সকল প্রার্থী ছাড়া শিক্ষায় এগিয়ে,দান ধনে এগিয়ে,দলীয় পদপদবীতে এগিয়ে,অর্থ বিত্ত দিক থেকে এগিয়ে,মুক্তিযোদ্ধা পরিবারের সাপোর্ট এর দিক থেকে এগিয়ে,শ্রমিক সংগঠনের সাপোর্ট শ্রমিকদের সাপোর্ট থেকে এগিয়ে,দলীয় নেতাকর্মীদের সাপোর্ট এর দিক থেকে এগিয়ে,চেয়ারম্যান মেম্বারদের সাপোর্ট এর দিক থেকে এগিয়ে,করোনাকালীন সময়ে মানুষের পাশে দাঁড়াতে সবার চেয়ে এগিয়ে তিনি জনপ্রিয়তায় বহুগুনে এগিয়ে সুতারং ঢাকা ১৯ আসনে আগামীদিনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে এমপি নির্বাচিত হবে মুহাম্মদ সাইফুল ইসলাম।
ভোট দিবে জনগন দালাল বাটপারে নয়,দালাল বাটপার নিয়ে ভোট চাইলে ভোট নষ্ট হবে,কিছু দালাাল ঘুরে বেড়াচ্ছে সর্ব দলে,এরা ভোট নেওয়ার জন্য নয়,এরা চলছে নিজেদের লাভের আসায়, কোথায়গেলে চাঁদাবাজি করা যায়, কোথায়গেলে মধু খাওয়া যায়,জনগন এখন সচেতন ধান্দাবাজির দিন আর নেই,কাকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে,কাকে ভোট দিলে জনগন সুখে থাকবে সেটা বোঝার মত ক্ষমতা জনগনের আছে।
জনগন জানে কারা টোকেন দিয়ে চাঁদাবাজি করে, জনগন জানে কে বিচার সালিশ করার ক্ষমতা রাখে, জনগন জানে কে করোনার মাহামারীতে পাশে ছিলো, জনগন জানে কে আগামীদিনে জনগনের পাশে থাকবে,জনগনের একটাই মার্কা ট্রাক মার্কা,৭ তারিখ সারাদিন ট্রাক মার্কায় ভোট দিন,জয় বাংলা জয় বঙ্গবন্ধু।