মোঃ জামাল আহমেদ নিজস্ব প্রতিবেদক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ১ আসনে চলছে প্রচার-প্রচারণা।।
গাজীপুর ১ আসনে ৭ জন প্রার্থী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারই ধারাবাহিকতায় সকাল থেকে গাজীপুরের কাশিমপুরের বিভিন্ন ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেল পথসভা লিফলেট বিতরণ করেন শতভাগ বিজয়ের লক্ষে ট্রাক মার্কা ভোট চান তিনি।,
এই পথসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা আশরাফুল আলম আস্কর পরবেস্যার কাশিমপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ওসমান গনি লিটন,এবং সাবেক কাশিমপুর থানা ছাত্রলীগের সভাপতি মো: সায়ইমন সরকার ও স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেলের ট্রাক মার্কার একনিষ্ঠ কর্মী শাহিন আলম। কাশিমপুরের লালদিঘি শাহিন হোসেনের অফিসে বক্তব্য রাখেন ওসমান গনি লিটন তিনি বলেন,জনগণের প্রার্থী রেজাউল করিম রাসেল ভাইয়ের ট্রাক মার্কার জয়ের লক্ষ্যে আমরা মাঠে কাজ করে যাচ্ছি, গাজীপুর ১ আসনে জনগণের ভোটে ৭ তারিখে রাসেল ভায়ের ট্রাক মার্কা কে জয় যুক্ত করে জয়ের মালা গলায় পরাবো রাসেল ভাইয়ের। আরও বক্তব্য রাখেন শাহিন আলম তিনি বলেন, আওয়ামী লীগের কিছু নেতাকর্মী আমাদের থ্রেট দিচ্ছে ও ডেকে নিয়ে হুমকি দিচ্ছে, ঐ সকল অপশক্তি কে রুখে দিয়ে আমরা ৭ তারিখে বিজয় লাভ করে তার জবাব দেব জয় বাংলা জয় বঙ্গবন্ধু। পথসভায় রেজাউল করিম রাসেল বলেন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং কোন প্রকার চাঁদাবাজী,কোন প্রকার, দখল বাজি আমি প্রশ্রয় দেইনি এবং কখনো দিবনা। তিনি আরও বলেন তিনি নির্বাচিত হলে প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে গনকবরের ব্যবস্থা করবেন। এবং সাধারণ মানুষের চিকিৎসা সুনিশ্চিত করতে ব্যবস্থা নিবেন। তিনি আরও বলেন গাজীপুর ১ আসনে গনজোয়ার বইছে ট্রাক মার্কার। অবশেষে তিনি শতভাগ বিজয়ের আশাবাদী আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে গাজীপুর ১ আসনের।