মোঃ জামাল আহমেদ নিজস্ব প্রতিবেদক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ১ আসনে চলছে প্রচার-প্রচারণা।
আজ ৪ জানুয়ারি গাজীপুর ১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আ ক ম মোজাম্মেল হকের কাশিমপুর হাই স্কুল মাঠে নৌকার বিজয়ের লক্ষ্যে নির্বাচনী জনসভায় লাখো জনতার ঢল।
গাজীপুর ১ আসনে ৭ জন প্রার্থী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারই ধারাবাহিকতায় কাশিমপুরের ৩ নং ওয়ার্ডের বারেন্ডা এলাকার সাবেক কাউন্সিলর সাইজ উদ্দিন মোল্লার অফিসের সামনে থেকে, সাইজ উদ্দিন মোল্লা ও ইদ্রিস মোল্লার নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী সহ আমজনতা নিয়ে নৌকার বিশাল মিছিল নিয়ে কাশিমপুর হাই স্কুল মাঠে নির্বাচনী জনসভায় উপস্থিত হন।
উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আ খ ম মোজাম্মেল হক,
গাজীপুর মহানগরের আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমতুল্লাহ খান কাশিমপুর থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ও ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান তুলা, কাশিমপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইজ উদ্দিন মোল্লা, ও গাজীপুর মহানগরের কাশিমপুরের ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল সালাম আহমেদ আব্বাছ কাশিমপুর থানা আওয়ামী লীগের কোষাধক্ষ মোশাররফ হোসেন মৃধা, সহ, সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল হোসেন মৃধা কাশিমপুর থানা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক নুরুজ্জামান চিশতী, কাশিমপুর থানা আওয়ামী লীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ ইদ্রিস মোল্লা, সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। গাজীপুর কাশিমপুরের হাতিমারা স্কুল মাঠে পথসভায় বক্তব্য রাখেন কাশিমপুর থানা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাইজউদ্দিন মোল্লা তিনি বলেন,
নৌকার মাঝি আ ক ম মোজাম্মেলহক এর বিরুদ্ধে নির্বাচন করা আর ব্রাহ্মণ হয়ে আকাশের চাঁদ ধরা সমান কথা , ব্রাহ্মণ যেমন আকাশের চাঁদ ধরতে পারেনা তেমনি আ খ ম মোজাম্মেল হক সাহেবের সঙ্গে নির্বাচনে কেউ জিততে পারে না। আগামী ৭ তারিখ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা ৩ নং ওয়ার্ডের বিপুল ভোটে জয় লাভ করে ৭ তারিখে নৌকা মার্কার বড় জয়ের মিছিল করব।
সংক্ষিপ্ত বক্তব্য কালে আ ক ম মোজাম্মেল হক বলেন
স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গাজীপুর ১ আসনে আপনারা সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো আমাকে আপনাদের পাশে থাকার ও এই কাশিমপুর সহ গাজীপুরের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সহযোগিতা করবেন ।তিনি আরও বলেন গাজীপুর ১ আসনে গনজোয়ার বইছে নৌকার, অবশেষে তিনি শতভাগ আশাবাদী
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয় যুক্ত হয়ে গাজীপুর ১ আসনকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে উপহার দিবেন বলে আশা ব্যক্ত করেন। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।