নিজস্ব প্রতিবেক
গাজীপুর কাশিমপুরে ৩ নং ওয়ার্ডের এনায়েতপুর এলাকায় জমি জবর দখল চেষ্টা করে ভূমিদস্যু মান্নান বাহিনী, বললেন তানিয়া।
আজ বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে গাজীপুর কাশিমপুরের এনায়েতপুর এলাকায় তথ্য সংগ্রহ করতে গেলে তানিয়া আক্তার সাংবাদিকদের সাক্ষাৎকারে বলেন, ভূমিদস্যু মান্নান বাহিনী আমাদের উপর সন্ত্রাসী ভাড়া করে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে ,আমাদের পরিবারের উপর এবং ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করে জায়গা জবরদখল করার চেষ্টা করে, আমার স্বামী আবুল হোসেন সহ আমাদের পরিবারের সাতজন গুরুতর আহত ঢাকা মেডিকেল কলেজ ভর্তি আছে।
এ বিষয় তানিয়াবাদী হয়ে কাশিপুর থানায় একটা মামলা দায়ের করে ভূমিদস্যু মান্নান বাহিনীর বিরুদ্ধে।
এই ঘটনা ঘটে গত রবিবার (২১ জানুয়ারি) সকালে ৩ নং ওয়ার্ডের এনায়েতপুর এলাকায় আবুল হোসেনের পরিবারের উপর সন্ত্রাসী হামলা ঘরবাড়ি ভাঙচুর এবং লুটপাট করে ভূমি দস্যু মান্নান সহ মান্নান বাহিনীর লোকজন। মান্নান , নাঈম, ওয়াসিম, রকম উল্লাহ, শরীয়ত উল্লাহ, বরকাত উল্লাহ, তন্ময়, হানিফ, জাহাঙ্গীর, দানেছ, ওবায়দুল্লাহ, এদের নেতৃত্বে আরো ৪০ থেকে ৫০ জন লোকভাড়া করে এনে আমাদের বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাট করে মান্নান বাহিনীর হাতে থাকা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে, দা,শাপল, লোহার পাইব, চাপাতি, হকিস্টিক, দারা পূর্ব পরিকল্পিতভাবে আমাদের উপর অমানবিকভাবে হামলা করে মনে হয় ফিলিস্তিনের উপর ইজরায়েলের হামলা করে এতে আমি আমার স্বামী আবুল হোসেন সহ পরিবারের সাত জন গুরুত্বর আহত হলে শহীদ তাজউদ্দিন মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয় এতে আহত দের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ৭ জন কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। তাদের অবস্থা এখন পর্যন্ত খুবই গুরুতর।
তাই মাননীয় প্রধানমন্ত্রী তিনিও একজন মা আমি একজন মেয়ে, মেয়ে হয়ে মায়ের কাছে আকুল আবেদন উক্ত ঘটনা সঠিক তদন্ত করে আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর সম্পূর্ণ আস্থা রেখে আমি আমার পরিবারের আহত সকলের সুষ্ঠু বিচারের দাবি জানাই।