মোঃ সেলিম রেজা স্টাফ রিপোর্টার
নির্বাচনীয় প্রতিহিংসায় আহত আশুলিয়া ইউপির ৯ নং ওয়ার্ড এর সাবেক মেম্বার মোশারফ হোসেন শাহচান।
গত ২৪ শে জানুয়ারী দুপুর ১২ টায় রোডের পাইপ নেওয়া কে কেন্দ্র করে এ হামলা হয়েছে বলে জানান এলাকাবাসী।
তবে ভুক্তভোগী শাহচান বলেন ঢাকা-১৯ আসনের নবনির্বাচিত সংসদসদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম এর ট্রাক প্রতিকের কর্মী হওয়ায়।ঈগল প্রতিকের কর্মীরা তাকে হাতুড়ি পেটা করেছেন।
এ বিষয়ে মেম্বার জাাহাঙ্গীর আলম গোলাপদীর নিকট জানতে চাহিলে তিনি হাতুড়িপেটার কথাটি অস্বীকার করেছেন।তিনি বলেন মোশারফ হোসেন শাহচান আমার জেঠাতো ভাই।তাকে মারার প্রশ্নই আসেনা,দিন শেষে আমরা ভাই ভাই।মসজিদের পাইপ নেওয়ার বিষয় নিয়ে সামান্য মনোমালিন্য হয়েছে এটা কোনো রাজনৈতিক বিষয় নয়,আমি এলাকাবাসী ও কুচক্রী মহলের নিকটে অনুরোধ করবো পারিবারিক তুচ্ছ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত না করার জন্য।
ভুক্তভোগী শাহচান এর আপন ছোট ভাই রুবেল হোসেন বলেন হাতুড়িপেটার কথাটি সম্পূর্ণ মিথ্যা,তবে হালকা ধাক্কা ধাক্কি হয়েছে এটা সত্য।একজন পথচারী বলেন গোলোযোগ হওয়ার মধ্যে একটি হাতুড়ি দেখেছিলাম সেটা কার কাছে ছিলো সেটা জানিনা।
ভুক্তভোগী শাহচান এর মেয়ে বলেন আমার বাবাকে প্রচুর মারছে আমরা পুরা পরিবার এখন আতঙ্কে আছি,আমার বাবার ও আমাদের অপরাধ আমরা কেনো ট্রাক প্রতিকের নির্বাচন করেছি।ওরা যে কোনো মুহুর্তে আমাদের উপরে হামলা সহ আমাদের কে মেরে ফেলতে পারে।
অতিদ্রুত আইন-শৃঙ্খলা বাহিনী প্রশাসনে এ ঘটনার তদন্ত পূর্বক ব্যাবস্থা গ্রহনের দাবী জানান ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীরা।