মোঃ আকরাম হোসেন স্টাফ রিপোর্টার
আশুলিয়ায় ব্যাপক জাঁকজমকপূর্ণ ভাবে মোশারফ খাঁন ফুটবল একাডেমীর বর্ষপূর্তি উদযাপন।
শুক্রবার ২৬ শে জানুয়ারী ২০২৩ বিকাল তিনটা থেকে গভীর রাত পর্যন্ত নানা আয়োজনের মধ্যদিয়ে প্রথম বছর পার করে দ্বিতীয় বর্ষে পদার্পণ করলেন মোশারফ খাঁন ফুটবল একাডেমী।
বিগত দিনে মোশারফ খাঁন ফুটবল একাডেমী দেশের বহু টুর্নামেন্টে অংশ নিয়ে পুরস্কৃত হয়েছেন, যেমন বড় বড় একাধিক সাড় গরু একাধিক মোটরবাইক,ফ্রীজ টিভি সহ অগনিত পুরস্কার।
পুনর্মিলনী অনুষ্ঠানে সাগত বক্তব্যে প্রধান আলোচক আশুলিয়া থানা আওয়ামীলীগের অন্যতম সদস্য মীর সেলিম বলেন,যুবসমাজকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে রক্ষা করতে মোশারফ এর একাডেমীকে ধন্যবাদ জানাই,মাদকের ভয়াবহ সোবল থেকে রক্ষা করতে যুব সমাজকে খেলার দিকে ধাপিত করে আলোড়ন সৃষ্টি করেছেন মোশারফ, আমি এই একাডেমীর উত্তর উত্তর সাফল্য কামনা করি।
মোশারফ খাঁন ফুটবল একাডেমীর চেয়ারম্যান হাজী মোশারফ খাঁন বলেন,আমার নিজের চাওয়া পাওয়ার কিছু নেই,আমার চাওয়া মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন মমতাময়ী মা শেখ হাসিনার স্বপ্ন গ্রাম হবে শহর সেটিকে বাস্তবায়ন করতে আওয়ামী যুবলীগের একজন ক্ষুদ্র কর্মী হয়ে দেশের কল্যানে কাজ করা,তাই সর্বপ্রথমে যুবসমাজকে মাদকের সোবল থেকে উদ্ধার করতে,খেলার মাঠের গুরুত্ব দিয়ে,শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত মাঠের দিকে অগ্রসর করতে পেরেছি।
আমার নিজস্ব উপার্জিত অর্থ দিয়ে গড়ে তুলেছি মোশারফ খাঁন ফুটবল একাডেমী,অল্পদিনেই দেশের আলোচিত ব্যাক্তি বর্তমান এমপি ব্যারিস্টার সায়েদুল হক সুমন এর দলের সাথে খেলতে পেরেছি।সাড়া পেয়েছি বড় বড় লিগে খেলার জন্য,ভারত নেপাল সহ দেশের বাহিরে খেলার জন্য আমন্ত্রন পেয়েছি।আশাকরি আগামীদিনে আমার টিম থেকে কিছু খেলোয়াড় বাংলাদেশ জাতীয় টিমে দেশের হয়ে খেলবে।আমার জন্য দোয়া করবেন,আমি যেনো সারাটা জীবন মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে পারি।
বর্ষপূর্তি অনুষ্ঠানে শিশুদের জন্য বিভিন্ন খেলা বয়স্ক নারী পুরুষদের হাড়িভাঙ্গা সহ বিভিন্ন খেলার পুরস্কার বিতরন ও চলচিত্র শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে এ অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘোষনা করেন।