সোহরাব হোসেন সবুজ ষ্টাফ রিপোর্টার
জাতীয় কবি কাজী নজরুল চর্চার সংগঠন ‘অগ্নিবীণা’ সাতক্ষীরা জেলা সংসদের বিশেষ সভা ও সংগীত আসর অনুষ্ঠিত হয়েছে। শহরের টেক্সটাইল মিল অফিসার্স কোয়াটারে গতকাল সন্ধ্য থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত এ অনুষ্ঠান হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক, কবি ও সাংবাদিক সোহরাব হোসেন সবুজের আহব্বানে এবং সংগঠনের সভাপতি (জাতীয় শ্রেষ্ঠ শিক্ষক) প্রাণকৃষ্ণ সরকারের সভাপতিত্বে সকল সদস্যদের উপস্থিতিতে আসরটি হয়।
নজরুলীয় সভা শেষে আসরে সংগীত পরিবেশন করেন- সহসভাপতি এ্যাড. নির্মলেন্দু যোদ্দার, অর্থ সম্পাদক ও বাংলাদেশ বেতার শিল্পী ইসমত ফারজানা সুমি, সাংস্কৃতিক সম্পাদক হেনরী কিশোর বৈদ্য, শিক্ষানুরাগী ও কবি সোহরাব হোসেন সবুজ, কৃষ্ণা সরকার সহ ৭ জন গুণী সংগীত শিল্পী মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক কর্ণ বিশ্বাস কেডি, এ্যাড. সুদীপ্ত, তবলা বাদক ও নব্য নির্বাহী সদস্য বিক্রম কুমার, প্যাডিস্ট সুমা সরকার সহ অনেকেই এই মনোমুগ্ধকর সংগীত আসরে উপস্থিত ছিলেন। উপস্থিত সদস্যরা সম্মিলিতভাবে অগ্নিবীণা সংগঠনকে সুন্দর ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।