মোঃ আকরাম হোসেন স্টাফ রিপোর্টার
আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়ন এর রাঙ্গামাটি অঞ্চল থেকে সম্পূর্ণ অবৈধ ভাবে তিন ফসলি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে (শামসুল ও আনিছ)নামের দুই ব্যাক্তি।
উক্ত অঞ্চলের রাস্তা ঘাট পুকুর নদি নালায় পরিনত হয়েছে।
ফসলী জমি বিনষ্টকারী অবৈধ মাটি ব্যবসায়ী শামসুল আলম বলেন,শুধু আমি আর আনিছ নয় কোহিনুর ফারক সহ সকলে সম্মিলিত ভাবে প্রশাসন,রাজনৈতিক নেতা, সংবাদকর্মী ম্যানেজ করেই এ ব্যবসা চালাচ্ছি।ভারী ট্রাকে মাটি বহন করা ও বেপরোয়া চলায়,স্কুল শিক্ষার্থী ও রোডে চলাচলরত জনতার ব্যাপক ভোগান্তি ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।
ট্রাক ভর্তি ও ভারলোড নিয়ে মাটি বহন করায় রোডগুলো সব পুকুর নদিনালায় পরিনত হয়েছে।গত এক বছরে পূর্বে এ মাটিকাটাকে কেন্দ্র করে ৭ শ্রমিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করনে কর্মরত সহকারী কমিশনার ভূমি আশুলিয়া সার্কেল।প্রকৃত যারা অবৈধ ব্যাবসায়ী তারা থাকোন ধরাছোঁয়ার বাহিরে।আশুলিয়ার বেশকিছু জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ হলেও কোনো অদৃশ্য শক্তির বলে, বহালতবিয়তে মাটি কাটছে অবৈধ ব্যবসায়ীরা,এলাকার সাধারন জনগন উদ্ধার করতে পারছেনা প্রানের জমি। বিষয়টি কঠোর তদন্ত পর্যবেক্ষণ পূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসী সহ সুধীসমাজ।