মোঃ জামাল আহমেদ নিজস্ব প্রতিবেদক
বিশ্ব ইজতেমা ২০২৪, আখেরি মোনাজাতের ট্রাফিক ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার।
অদ্য ৩রা ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা ২০২৪ এর আখেরি মোনাজাতকে (৪ ফেব্রুয়ারি) কেন্দ্র করে গৃহীত ট্রাফিক ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গাজীপুর মেট্রোপলিট্রন পুলিশের মান্যবর কমিশনার জনাব মোঃ মাহবুব আলম বিপিএম, পিপিএম(বার)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মহোদয় জানান আমরা ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজিয়েছি।
তিনি জানান, আখেরি মোনাজাতের দিন ভোগড়া বাইপাস থেকে ইজতেমামুখী সাধারণ জনগণের কোন গাড়ি চলবে না, এ সকল গাড়ি ডাইভার্ট হয়ে ভোগরা বাইপাস দিয়ে মিরের বাজারের দিকে যাবে।মুসল্লিদের গাড়ি ছাড়া অন্য কোন গাড়ি এ রাস্তায় যেতে পারবে না।
ঢাকার ভিতরে সকল গাড়ি ডাইভার্ট হয়ে কুড়িল বিশ্বরোড থেকে ৩০০ ফিটের দিকে অগ্রগামী যাবে। আশুলিয়া সড়কের গাড়ি ডাইভার্ট হয়ে মিরপুর বেড়িবাধের দিকে দেয়া হবে।
আখেরি মোনাজাতের শেষে যত দ্রুত সম্ভব এক্সপ্রেসওয়ে অফ ফ্লাইওভার গুলো চালু করে দেয়ার কথাও জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার।