মোঃ আকরাম হোসেন স্টাফ রিপোর্টার
আশুলিয়ার পল্লীবিদ্যুৎ কাঁঠাল তলা অঞ্চলে জমিজমা সংক্রান্ত বিরোধীতায় প্রতিবেশীকে পঙ্গু করতে সন্ত্রাসী হামলা।
রবিবার ০৪ ফেব্রুয়ারী বেলা দুইটায় (১) বাবু (২) মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন একদল সন্ত্রাসী দা লাঠি লোহার রড চাপাতি ইত্যাদি দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে আজিজুর রহমান এর দুই হাটুতে উপর্যুপরি আঘাত করে ও আব্দুল জব্বার কে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করেন।আহত আব্দুল জব্বার এর স্ত্রী শারমীন স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে তাকে এলোপাথাড়ি পিটিয়ে ডান হাত ও হাতের আঙ্গুল ভেঙ্গে দেয়।সাথে গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্নের চেইন ছিনিয়ে নেয়।সন্ত্রাসীরা জব্বার এর পরিবার কে তাদের নিজ জমিতে বিল্ডিং করতে দিবেনা ও জানে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।
তাৎক্ষণিক আহত সকলের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে জব্বার এর পরিবার কে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পার্শবর্তী ধামরাই উপজেলা স্বাস্থ কম্পেলেক্সে ভর্তী করেন,গুরতর অবস্থায় আহত ব্যাক্তিদের চিকিৎসা চলমান।
এ ঘটনায় আব্দুল জব্বার বাদী হয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।