মোঃ জামাল আহমেদ নিজস্ব প্রতিবেদক
অদ্য ০৬ ফেব্রুয়ারি ২০২৪, বিশ্ব ইজতেমা ২০২৪ উপলক্ষে শহীদ আহ্সান উল্ল্যাহ্ মাস্টার স্টেডিয়ামে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার জনাব মোঃ মাহবুব আলম বিপিএম,পিপিএম (বার) মহোদয়ের সভাপতিত্বে নিরাপত্তা ডি-ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উক্ত ডি-ব্রিফিংএ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার বিশ্ব ইজতেমা ২০২৪ এর প্রথম পর্বের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং আইনশৃঙ্খলা বিষয়ক নির্দেশনা প্রদান করেন। ২য় পর্বে নিরাপত্তার কাজে নিয়োজিত প্রত্যেক সদস্যকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সুযোগ্য কমিশনার মহোদয়।
উক্ত নিরাপত্তা ডি-ব্রিফিং এ ঢাকা মেট্রোপলিটন পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও বিভিন্ন পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং নিরাপত্তায় নিয়োজিত অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।