মোঃ জামাল আহমেদ নিজস্ব প্রতিবেদক
বিশ্ব ইজতেমা ২০২৪, দ্বিতীয় পর্বের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনা
অদ্য ৮ ফেব্রুয়ারি ২০২৪, বিশ্ব ইজতেমা ২০২৪ দ্বিতীয় পর্বের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার জনাব মোঃ মাহবুব আলম বিপিএম, পিপিএম(বার) মহোদয়।
উক্ত ব্রিফিং এ সম্মানিত কমিশনার মহোদয় জানান বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্ব কে কেন্দ্র করে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব কে কেন্দ্র করে কোন নিরাপত্তা ঝুঁকি নেই। বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্ব সুশৃংখলভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান মান্যবর পিলিশ কমিশনার।
এ সময়ে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রপলিটন পুলিশ,ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ অন্যান্য নিরাপত্তা ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।