মোঃ জামাল আহমেদ নিজস্ব প্রতিবেদক
গাজীপুর মহানগরের কাশিমপুরে ২টি দেশীয় শর্টগানসহ ৪ ডাকাতকে ,এলাকাবাসী সহযোগিতায় আটক করে কাশিমপুর থানা পুলিশ।
মঙ্গলবার(১৩ ফেব্রুয়ারী)বিকেল ৪.৪৫ ঘটিকায় দিকে মহানগরের কাশিমপুরের ২ নং ওয়ার্ডের চক্রবতী বালুর মাঠ এলাকায় ৪ ডাকাতকে আটক করে পুলিশ
জানা যায় বিকেলে চক্রবতী বালু মাঠ এলাকায় ডাকাতির উদ্দেশ্যে একটি তিন তলা ভবনে হানা সশস্ত্র ৪ ডাকাত সদস্যরা।
প্রথমে তারা পুলিশ পরিচয় দিয়ে ভবনে ডুকে পরিবারের সকলকে জিম্মি করে এবং পরিবারের সদস্যের হাত-পা বেঁধে ফেলে এসময় আশেপাশের লোকজন তাদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে এবং ৯৯৯ কল করলে কাশিমপুর থানা পুলিশের একটি টহল টিম ঘটনাস্থলে গিয়ে ৪ ডাকাতকে আটক করে কাশিমপুর থানা পুলিশ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে দেশীয় শর্টগান রুমের জানালা দিয়ে পাশের খালে ফেলে দেয়।পরে সাধারণত জনগণের সহযোগিতায় খাল থেকে ২ টি শর্টগান উদ্ধার করা হয়।
এবিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সানোয়ার জাহান ঘটনার সততা নিশ্চিত করে বলেন,দুটি দেশীয় শর্টগান সহ চার ডাকাত চক্র একটি তিনতলা ভবনে ডাকাতির উদ্দেশ্যে পরিবারের সকলকে জিম্মি করে রাখে স্থানীয় জনগণ ৯৯৯ কল দিলে ৪ ডাকাত চক্রের সদস্যকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এই কর্মকর্তা।।।