মোঃ আকরাম হোসেন স্টাফ রিপোর্টার
সারাদেশে এস এসসি দাখিল ও সমমানের সকল পরিক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার আশুলিয়া থানা শাখার সভাপতি হাজী মোশারফ খাঁন।
শিক্ষা জাতীর মেরুদণ্ড শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে যিনি সর্বক্ষন সর্ব বিষয়ে সহযোগীতা করে যাচ্ছেন তিনি আর কেউ নন হাজী মোশারফ খাঁন।শিক্ষার্থীরা মাদকে আসক্ত না হয় সে চিন্তা করে পড়া লেখার পাশাপাশি খেলার প্রতি আগ্রহী করার পরিকল্পনা করে নিজ নামে গড়ে তুলেছেন ফুটবল একাডেমী। যার নাম করন করেছেন হাজী মোশারফ খাঁন ফুটবল একাডেমী।
তিনি দুস্থ ছাত্রছাত্রীদের কে বিভিন্ন ভাবে সহযোগীতা করে চলেছেন।হাজী মোশারফ খাঁন বলেন একটি সুন্দর জীবন গড়তে,জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরনে শিক্ষার বিকল্প নাই।আজ আপনার আমার সন্তানেরা এস এসসি পরিক্ষার্থী সকলের জন্য দোয়া রহিলো,পরিক্ষা ভালো হোক এই কামনা করি।পাশাপাশি সকল অভিভাবকদের প্রতি অনুরোধ করি,আপনার সন্তানকে শিক্ষার পাশাপাশি একজন ভালো মানুষ হিসাবে গড়ে তোলা আপনার নৈতিক দায়িত্ব।আপনার শত ব্যাস্ততার মধ্যেও সন্তানের দিকে খেয়াল রাখুন।সে কার সাথে মিসছে কার সাথে খেলছে কার সাথে ঘুরছে,আপনার অসচেতনেতায় ও আপনার একটু ভুলের জন্য বিপথে চালিত হচ্ছে আপনার কলিজার টুকরা সন্তান।কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলবো, তোমার বাবার অক্লান্ত পরিশ্রমের টাকা তুমি নষ্ট করোনা,তোমার বাবার অপারেশন এর টাকা দিয়ে তোমাকে পড়াচ্ছে, তোমার বাবার পোষাক না কিনে তোমার স্কুল ড্রেস কিনে দিচ্ছে,তোমার মা সকালে না খেয়ে তোমাকে খায়িয়ে স্কুলে পাঠাচ্ছে,তোমাকে পড়াতে তোমার বাবার জমি বিক্রি করছে গাড়ি বাড়ি স্বর্ণালঙ্কার সবকিছু তোমার পিছনে ব্যায় করছে।সুতরাং তোমার কাছে একজন বাবা মায়ের চাওয়া শিক্ষা লাভ করো একজন ভালো মানুষ হয়। শিক্ষকদের কাছে অনুরোধ করবো,শিক্ষার্থীদের নিজের সন্তানের ন্যায় লালন পালন করুন,ওদের ভুল ধরিয়ে দিন,অভিভাবকের ন্যায় সর্ব বিষয়ে সহযোগীতা করুন।আসুন এই সোনার বাংলা সোনায় সোনায় পরিনত করতে শিক্ষার আলো ছড়িয়ে দিই।আবারো বলবো শিক্ষা জাতীর মেরুদণ্ড, শিক্ষার বিকল্প নাই,সকল শিক্ষার্থীদের পরিক্ষার জন্য শুভকামনায় আমি ও আমরা।