মোঃ আরমান হোসেন নিজস্ব প্রতিবেক
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় শনিবার দুপুর বেলা ধানকোড়া ইউনিয়নে ধোতরা এলাকায় সাটুরিয়া কৃষি ইনস্টিটিউশন পশ্চিম পাশে শারমিন নামে এক গৃহবধূকে জবাই করে হত্যা করে পাষণ্ড স্বামী রতন । এ সময় সাটুরিয়া থানা পুলিশ, মানিকগঞ্জ র্যাব ৪, ডিবি,পুলিশ সহ উৎসুক জনতা ভিড় জমে যায়। ঐ এলাকায় চাঞ্চলকর হত্যাকাণ্ডের ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো: কামরুল হাসান জানান হত্যার ঘটনায় ঘাতক স্বামী মো: রতন কে পুলিশ আটক করেছে। সেই সাথে হত্যা কাজে ব্যবহৃত দাঁড়ালো ছুরিটি ও উদ্ধার করে সাটুরিয়া থানা পুলিশ।