স্টাফ রিপোর্টার সেলিম রেজা।
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আশুলিয়াবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন এবং রমজান মাসের পবিত্রতা রক্ষা করার আহবান জানিয়েছেন,আশুলিয়া থানা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ বাদল শেখ।
তিনি বলেন রমজান আত্মসংযম, দয়া ও ক্ষমা লাভের মাস। এ মাসে ত্যাগ শিক্ষার মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান আল্লাহর নৈকট্য লাভের সুযোগ হয় । তাই আসুন আমরা পবিত্র রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার করে শান্তি প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতা করি। জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজান মাসের পবিত্রতা রক্ষা করি।