মোঃ আকরাম হোসেন স্টাফ রিপোর্টার
পবিত্র মাহে রমজান এর পবিত্রতা বজায় ও স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা জানিয়েছেন মেম্বার শফি উদ্দিন সহ-সভাপতি ধামসোনা ইউনিয়ন আওয়ামীলীগ।
তিনি বলেন,পবিত্র মাহে রমজান মুসলিম জাতির জন্য সবচেয়ে নিয়ামত এর মাস।এই একটি মাস সিয়াম সাধনার মাস,রহমত নাজাত ও মাগফিরাত এর মাস। আল্লাহর নিকট নৈকট্য লাভের মাস।আল্লাহর নিকট প্রার্থণা করি আল্লাহ মুসলিম উম্মাহর সকলকে সহিসালামতে রোজা রাখার তৌফিক দান করুন।পাশাপাশি এই মাসটি বাঙালি জাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আনন্দদায়ক মাস।দেশের স্বাধীনতার জন্য,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর নির্দেশনায়,দির্ঘ নয় মাস যুদ্ধ করে বাঙালি জাতি বুকের তাজা রক্ত দিয়ে বাংলার স্বাধীনতা এনেছেন।২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস আগত। দেশের স্বাধীনতা আনতে যারা জীবন দিয়েছেন সকল শহীদদের আত্তার মাগফিরাত কামনা করি।রাষ্ট্র নায়ক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আমার রাজনৈতিক অভিভাবক ঢাকা ১৯ আসনের মাননীয় সংসদ সদস্য আশুলিয়া থানা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম এর জন্য দোয়া রহিলো আল্লাহ তাদের আগামীদিনের চলার পথ হোক সুগম।পবিত্র মাহে রমজান ও স্বাধীনতার এই মাসে বাংলার সকল শ্রেনী পেশার মানুষের জন্য রহিলো দোয়া ও শুভকামনা।আসুন দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি।জয় বাংলা জয় বঙ্গবন্ধু।