স্টাফ রিপোর্টার মোঃ আনোয়ার হোসেন
ময়মনসিংহের ত্রিশালে ওয়ারেন্ট ভুক্ত নারী আসামীকে গ্রেফতারের পর ছিনিয়ে নেওয়ার জন্য অতর্কিত হামলা ও মারধোরের ঘটনায় ৩ পুলিশ আহত; ০৩ আসামী গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ।
গত রবিবার (১৭ মার্চ) ত্রিশাল থানার এএসআই মোঃ ইসমাইল হোসেন, এএসআই গোলাম রসূল ও নারী পুলিশ কন্সটেবল ডরিন আক্তার ধানীখোলা ইউনিয়নের শিমুলিয়াপাড়া এলাকার মৃত ফজলুল হকের স্ত্রী বেদেনা আক্তার(৫৯) কে পরোয়ানা বা ওয়ারেন্ট মূলে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নারী আসামীর ছেলে মোঃ হারুন(৪৪) ও মোঃ নাঈম(২৫) পুলিশ হেফাজত হতে অন্যায় ভাবে আসামী ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে গ্রেফতার অভিযানে থাকা পুলিশ সদস্যদের উপর অতর্কিতভাবে হামলা করে। হারুন ঘরে থাকা ধাড়ালো দা দিয়ে এএসআই গোলাম রসূলকে হত্যার উদ্দেশ্যো এলোপাতারি কুপাইয়া ডান হাতের কনুইয়ে গুরুতর গভীর ক্ষত রক্তাক্ত জখম করে। এসময় অভিযানে থাকা পুলিশ সদস্যরা আহত পুলিশ কর্মকর্তা মাটিতে লুটিয়ে পড়লে বাঁচানোর জন্য এগিয়ে যায়। সেই সুযোগে গ্রেফতারকৃত নারী আসামী নারী পুলিশ ডরিন আক্তারকে ঘুষি মেরে ফেলে দিয়ে রান্নাঘরে থাকা ধারালো বটি ও তার ছেলে মোঃ নাঈম ধারালো দা দিয়ে দুজন মিলে এএসআই ইসমাইলকে হত্যার উদ্দেশ্যে কোমরের বাম পাশে ও এলোপাথারী মারধোর করে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে।
উক্ত সংবাদের ভিত্তিতে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেনের নির্দেশনায় ওসি(তদন্ত) মোঃ চাঁদ মিয়ার নেতৃত্বে এসআই হুমায়ুন কবির, বিকাশ চন্দ্র সরকার, আব্দুল করিম, সুমন মিয়া, তপু চক্রবর্তী, পিএসআই আনিছুর রহমান, এএসআই মোঃ ছাইফুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম, মোঃ আমিনুল ইসলাম, আলমগীর হোসেন, আবু হানিফ, কনস্টেবল ওবায়দুল হক ঘটনাস্থলে পৌছালে পুনরায় আসামীরা অতর্কিত হামলা করে। এসময় আসামী হারুন ধাড়ালো দা দিয়ে হত্যার উদ্দেশ্যে এসআই রাকিবুল ইসলাম এর পেটের মাঝখানে আঘাত করে গভীর ক্ষত রক্তাক্ত জখম করে, আসামী নাঈমের হাতে থাকা ধারালো দা দিয়ে বাম হাতের বগলের নিচে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে এবং আসামী বেদেনা খাতুনের হাতে থাকা ধারালো বটি দিয়ে ডান হাতের কুনুইতে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। এসময় আহত পুলিশ সদস্যদের ডাক চিৎকারে আশপাশের লোকজনসহ অভিযানে থাকা সকল অফিসার আগাইয়া গেলে আসামীগণ রাতের অন্ধকারে দ্রুত পালিয়ে যায়। আহত পুলিশ সদস্যরা বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। আসামীগণ পরস্পর যোগসাজশে ধারালো অস্ত্র দিয়ে ওয়ারেন্ট তামিলের অভিযানে থাকা পুলিশ সদস্যদেরকে হত্যার উদ্দেশ্যে গুরুতর আঘাত করে গ্রেফতারকৃত আসামীকে ছিনিয়ে নিয়ে সরকারী কাজে বাঁধা প্রদান করে পুলিশ হেফাজত হতে আসামী পলায়নের সহায়তার অপরাধ করে। আসামী মোঃ নাঈম ও তার মা আসামী বেদেনা খাতুনকে ত্রিশাল থানার হিন্দুপল্লী নদীরপাড় হতে ও আসামী হারুন মিয়াকে ভালুকা থানার সিডষ্টোর এলাকা হতে গ্রেফতার করে ময়মনসিংহ জেলার আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে ত্রিশালের সার্কেল এএসপি অরিত সরকার প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের উক্ত তথ্য প্রদান করে।