প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মিথ্যা অভিযোগ দিয়ে বাড়ি দখলের চেষ্টায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গাজীপুর মহানগরের গাছা থানার পূর্ব কলমেশ্বর মসজিদ রোডের এ ঘটনায় এলাকায় বেশ তোলপাড় চলছে।স্থানীয়রা জানান, পূর্ব কলমেশ্বর মসজিদ রোডের একাধিক বাড়ির মালিক আব্দুল হাই জনৈকা খাদিজা বেগমের কাছ থেকে গত বছর এক খন্ড জমি ক্রয় করেন। ক্রয়কৃত এ জমির দখল বুঝে না নিয়ে আব্দুল হাই নিজের বহুতল বাড়ি লাগোয়া জনৈক মহিউদ্দিনের বাড়ি দখলের চেষ্টা চালান। অথচ মহিউদ্দিনের বাড়ি ও আব্দুল হাইয়ের ক্রয়কৃত ওই জমি পৃথক
দাগে অবস্থিত। বাড়ি দখল নির্বিঘ্ন করতে রাতে আব্দুল হাই মহিউদ্দিন ও তার
স্বজনদের বিরুদ্ধে গাছা থানায় দশ লাখ টাকা চাঁদা দাবির লিখিত অভিযোগ করেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, আব্দুল হাই নিজের বাড়ির তিন তলার একটি জানালা কেটে মহিউদ্দিনের বাড়ির তিন তলা বরাবর দুই বাড়ির সংযোগ স্থাপন করেছেন। ওই সংযোগ পথ দিয়ে
মহিউদ্দিনের বাড়ি বেদখল হওয়ার আশঙ্কায় বাড়িটির মহিলারা পাহারা দিচ্ছেন। থানায় চাঁদাবাজির অভিযোগ দেওয়ায় পুলিশের ভয়ে বাড়িতে মহিউদ্দিনসহ কোন পুরুষ লোককে পাওয়া যায়নি।