মোঃ আকরাম হোসেন স্টাফ রিপোর্টার
সাভার নবীনগর চন্দ্রা মহাসড়কে প্রত্যেক দিন প্রকাশ্যভাবে বসছে জুয়ার আসর।লটারি নামক জুয়ার আসরে নিশ্ব হচ্ছে খেটে খাওয়া দিনমুজুর গার্মেন্টস শ্রমিক ও পবিত্র ঈদকে সামনে রেখে মার্কেট করতে আসা সাধারণ জনতা।
মহাসড়ক দখল করে যে সমস্থ স্থানে জুয়ার আসর বসানো হচ্ছে।আশুলিয়া থানার নিকটবর্তী আঁধাকিলো বা ১ কিলোমিটারের মধ্যে বলিভদ্র বাজার মসজিদের পার্শে ও শ্রীপুর ওভার ব্রীজ এর নিচে।অনেকটা প্রশাসনের নাকের ডগায় বসে এ জুয়া চলছে নিত্তদিন।স্থানীয় জনতা ও নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি বলেন।প্রশাসনের সহযোগীতায় এ জুয়া বসছে।আবার অনেকেই বলছে বহুবার প্রশাসন পদক্ষেপ নিয়ে তুলে দিচ্ছেন।কিন্তুু জুয়াড়ীরা পুনরায় তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।অপরদিকে সুধীসমাজ এর অনেকেই বলছেন,পুলিশের সহযোগীতায় ও পুলিশের ব্যার্থতায় মহাসড়কে অবাধে চলছে জুয়ার আসর।এমনি ভাবে চলতে থাকলে অসহায় মানুষ হবে নিশ্ব।ঘরে ফেরা মানুষ ও গার্মেন্টস শ্রমিকদের ঈদ হবে রাস্তায়।জুয়াড়ীরা অনেকেই জুয়া নামক বাটপারি করে,মানুষের নিকট থেকে অর্থ ছিনতাই করছেন।এসব দেখেও না দেখার ভ্যান করে বসে আছে রাজনৈতিক নেতা প্রশাসন ও সুধীসমাজ।মহাসড়কে প্রকাশ্যে জুয়ার আসর চলা বন্ধ করতে প্রশাসনের আশু হস্থক্ষেপ কামনা করেন অসহায় ভুক্তভোগী আমজনতা ও এলাকার সুধীসমাজ।