শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পটুয়াখালী ভার্সিটির সাংবাদিক সমিতির সঙ্গে ভিসির মতবিনিময় সভা সার্জেন্ট রহিমের চাঁদাবাজিতে অতিষ্টিত  ড্রাইভারা। ঝুঁকিপূর্ণ ভবনে শিশুর মৃত্যু। কাশিমপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ। দুমকিতে আবরারের ৫ম শাহাদাত বার্ষিকীতে ছাত্রদলের স্বরণ সভা-মৌণমিছিল ৭টি প্রতিষ্ঠানকে সাড়ে ৪ কোটি ডিম আমদানির আনুমোতি দেওয়া হয়েছে। টঙ্গীতে খুনের মামলা তদন্তে গাফিলতির অভিযোগ স্বজনদের দরিদ্র মানুষের পাশে থেকে কাজ করতে চাই: জহিরুল ইসলাম আশুলিয়ায় র‌্যাব-৪ এর অভিযানে ৫ আগস্ট একাধিক হত্যা মামলার আসামী সাদেক ভুইয়া গ্রেফতার। টুয়াখালী ভার্সিটি, উপাচার্যের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময় সভা।

গাজীপুরে ১৪ কেজি গাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ৯৯ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিনিধ

গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকা এলাকা থেকে ১৪ কেজি গাজাসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা ডিবি(উত্তর) বিভাগ । গত বুধবার (২৭ মার্চ) গাজীপুরের দক্ষিন খাইলকৈর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখা।

জানা যায় , ডিবি উত্তর বিভাগের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে জানতে পারে দক্ষিন খাইলকৈর এলাকার নাছির উদ্দিনের বাড়িতে মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয় চলছে।

এমন সংবাদের প্রেক্ষিতে সেখানে অভিযান পরিচালনা করে দুইটি কাগজের কার্টুনের মধ্যে রক্ষিত খাকি রংয়ের কচস্টেপ দ্বারা মোড়ানো মোট সাতটি বান্ডিলে সর্বমোট ১৪ কেজি গাজাসহ দুইজনকে আটক করা হয়। ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানায়, ” উদ্ধারকৃত আলামত গাজা তারা নিজেদের হেফাজতে বিক্রয়ের উদ্দেশ্যে রেখেছে এবং দীর্ঘদিন যাবত এই ব্যবসা করে আসছে। আসামীদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী বলেও তারা স্বীকার করে। তারা মূলত দেশের বিভিন্ন স্থান হতে বিশেষ কায়দায় অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে নিজেদের হেফাজতে রেখে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকে”। ধৃত গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে গাছা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীরা হল নরসিংদী জেলার বেলাবো থানার নিলক্ষীয়া (মোল্লা বাড়ী) এলাকার বিকচান মিয়ার ছেলে মোঃ সোহাগ মিয়া(৩৫) এবং গাজীপুর মহানগরের গাছা থানার দক্ষিন খাইলকৈর বকারটেক এলাকার বাচ্চু মিয়ার স্ত্রী মোছাঃ নাজমা বেগম(৩০)।

গাজীপুর মহানগর গোয়েন্দা ডিবি (উত্তর) বিভাগের ইন্সপেক্টর মোঃ মনিরুজ্জামান জানান, ধৃত আসামীদের আইনগত প্রক্রিয়া শেষে কোর্টে সোপর্দ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪২ পূর্বাহ্ণ
  • ১১:৪৯ পূর্বাহ্ণ
  • ১৫:৫৯ অপরাহ্ণ
  • ১৭:৪১ অপরাহ্ণ
  • ১৮:৫৪ অপরাহ্ণ
  • ৫:৫৩ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102