মোঃ জামাল আহমেদ নিজস্ব প্রতিনিধি
গাজীপুরের কাশিমপুরের ৪ নং ওয়ার্ডের কাজী মার্কেট ও বাগবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৫ শতাধিক বাড়ি ঘরের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার (১৬ এপ্রিল)সকাল থেকে আশুলিয়া তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
তিতাস জানান, কাজী মার্কেট ও বাগবাড়ী এলাকার ৩টি পয়েন্টে তিন কিলোমিটার এলাকা জুড়ে পাচ শতাধিক বাসাবাড়ি, কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়।
বিচ্ছিন্ন করতে গিয়ে দেখতে দেখা যায়, উচ্চ চাপ বিশিষ্ট গ্যাস সংযোগ থেকে অতন্ত ঝুকিপূর্ণ ভাবে অসংখ্য বাসা-বাড়িতে দুই ইঞ্চি, এক ইঞ্চি প্লাস্টিক পাইপ দিয়ে এ সংযোগগুলো নেওয়া হয়। যা খুবই ঝুকিপূর্ণ। এসব অবৈধ সংযোগকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেও জানান তিতাস কতৃপক্ষ।
উক্ত অভিযানকালে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড আশুলিয়া জোনের।
প্রকৌ. আবু সাদাৎ মো. সায়েম- ব্যবস্থাপক (জোবিঅ- আশুলিয়া )
জনাব আনিসুজ্জামান – উপব্যবস্থাপক (জোবিঅ -আশুলিয়া)
মোঃ সাকিব বিন আব্দুল হান্নান – উপ ব্যবস্থাপক ( জোবিঅ -সাভার)
প্রকৌ. মোঃ আসোয়াত হোসেন -সহকারী প্রকৌশলী ( জোবিঅ – আশুলিয়া)
মোঃ সুমন আলী ( উপ -সহকারী প্রকৌ, জোবিঅ- আশুলিয়া )
কাশিমপুরের ৪নং ওয়ার্ডের কাজী মার্কেট ও বাগবাড়ি এলাকায় এর আগে প্রায় ৫ বার অবৈধ গ্যাস সংযোগ মোবাইল কোর্টের মাধ্যমে বিচ্ছিন্ন করা হয়েছে। নতুন করে আবার একটি চক্র সংযোগ দিয়েছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসময় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির আশুলিয়া জোনের কর্মকর্তা ও কর্মচারী,সহ কাশিমপুর থানা পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।।