নিজস্ব প্রতিনিধি
গাজীপুরের কাশিমপুরে ওভারলোড ঝুটের গাড়ি চলাচলের সময় ওপরে থাকা বিদ্যুতের লাইনের তারের সাথে ধাক্কা তারে ঘর্ষণ লেগে সৃষ্ট স্ফুলিঙ্গে তুলাভর্তি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২৫/০৪/২০২৪) বিকেলে কাশিমপুরের হাতিমারা টু কাশিমপুর থানা রোড এলাকায় এ ঘটনা ঘটে। পরে কাশিমপুর মডার্ন ফায়ার সার্ভিস ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নেভায়।
কাশিমপুর মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো: তাসারত হোসেন জানান, বৃহস্পতিবার বিকেলে ঝুট ভর্তি একটি গাড়ি হাতিমারা এলাকা পার হওয়ার সময় রাস্তার উপরে থাকা বৈদ্যুতিক একটি তার গাড়ির সাথে লেগে তাৎক্ষণিক ছিড়ে যায়। এতে খুটির বিদ্যুতের দুই তারে সংঘর্ষ এবং স্ফুলিঙ্গ সৃষ্টি হয়। পরে ওই স্ফুলিঙ্গ তারের নিচে থাকা ঝুট বোঝাই ট্রাকের ওপর পড়ে অগ্নিকাণ্ডের সৃষ্টি বলে ধারণা করা হচ্ছে।
ঝুঁটে আগুন লাগার সাথে সাথেই স্থানীয়রা ফায়ারূ সার্ভিসে কল করলে কাশিমপুর মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিক এসে আধাঘন্টার চেষ্টায় আগুন নিভাতে সক্ষম হয়। এতে গাড়ির কোন ক্ষয়ক্ষতি হয়নি।