মোঃ জামাল আহমেদ নিজস্ব প্রতিনিধি
গাজীপুরের কাশিমপুরে বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবত অসামাজিক ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগে তিন নারী সহ এক পুরুষকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ।
সোমবার(২৯ এপ্রিল)সন্ধ্যা ০৬.৩০ ঘটিকায় দিকে মহানগরীর কাশিমপুরের ২ নং ওয়ার্ডের ভবানীপুর বটতলা এলাকার আসাদুল ইসলাম এর ভাড়াটিয়া বাসায় অশালীন ও অনৈতিক দেহ ব্যবসার করার অভিযোগে শিউলি আক্তার,নাসরিন আক্তার ও রিমি আক্তার সহ নাজিম উদ্দিনকে আটক করে পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা যায় মোসাম্মৎ শিউলি আক্তার নেতৃত দীর্ঘদিন বাসা ভাড়া নিয়ে বিভিন্ন মেয়ে দিয়ে, দেহ ব্যবসা চালিয়ে আসছিলেন শিউলী আক্তার গোপন সংবাদে ভিত্তিতে কাশিমপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তিন নারী এক পুরুষকে আটক করে কাশিমপুর থানা পুলিশ
১। শিউলী আক্তার (২৩) পিতা মোঃ শের আলী, মাতা: আকলিমা বেগম স্বামী মোঃ নাজিম উদ্দিন,সাং দাঁতভাঙা, থানা- রৌমারী, জেলা -কুড়িগ্ৰাম- ২।মোঃ নাজিম উদ্দিন( ২০ )পিতা মোঃ নিজাম উদ্দিন মাতা মোসাম্মৎ হাজেরা বেগম-বামনসুন্দর, থানা -জোয়াল গঞ্জ, জেলা- চট্টগ্রাম।
৩। রিমি ইসলাম ১৮ পিতা মৃত সিরাজুল ইসলাম মাতা মৃত্যু খাদিজা বেগম সাং গোলবাগ থানা পটুয়াখালী সদর, জেলা পটুয়াখালী,
সর্ব এ/পি সাং বড় ভবানীপুর আসাদুল ইসলামের বাসার ভাড়াটিয়া থানা- কাশিমপুর গাজীপুর মহানগর
৪। মোসাম্মদ নাসরিন সুলতানা ২০ পিতা নাজির উদ্দিন মাতা রোকসানা বেগম, সাং বারুইপাড়া, থানা- হাট হাজারী, জেলা- চট্টগ্রাম
এ/পি সাং মিরপুর ০২, থানা মিরপুর মডেল থানা ডিএমপি, ঢাকা।
এবিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সানোয়ার জাহান বলেন বাসা ভাড়া নিয়ে অশালীন ও অনৈতিক কর্মকান্ডে অভিযোগে তিন নারী ও এক পুরুষসহ আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।