স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেন
গাজীপুর মহানগরীর টঙ্গীতে প্রভাষক ও ব্যবসায়ীর উপর অতর্কিত হামলা করে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। গত শুক্রবার (২৬ এপ্রিল২০২৪) বিকালে এ ঘটনা ঘটে।
হামলার শিকার হয়েছেন গাজীপুরের টঙ্গী পূর্ব থানার গাজীপুরা কাজী বাড়ি এলাকার মোবারক করিম। উনি নিজ জমিতে চলমান নির্মানাধীন ভবনের কাজ তদারকি ও নির্মাণ শ্রমিকদেরকে টাকা পরিশোধ করার জন্য গেলে ঐ এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মোঃ ফয়সাল (৩৫) অজ্ঞাতনামা কয়েকজন সন্ত্রাসীকে সঙ্গে নিয়ে মোবারক করিমের উপর অতর্কিত হামলা করেন। এসময় ফয়সাল নির্মাণ শ্রমিকদের সামনেই মোবারকের সাথে থাকা ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা ছিনিয়ে নেন। মোবারক করিম একজন প্রভাষক এবং গাজীপুরের টঙ্গীতে সমর্পণ বিল্ডার্স লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর। তিনি দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক শিক্ষকতা করেছেন। তিনি একজন শিক্ষক এবং একজন সুনামধন্য ব্যবসায়ী। এ বিষয়ে ভুক্তভোগী জিএমপি’র টঙ্গী পূর্ব থানায় একটি অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগ তদন্তের জন্য এস আই নুরেজাকে হাওলা করা হয়।
এলাকাবাসীসহ সুশীল সমাজের লোকজন দোষীদের বিরুদ্ধে মামলা রুজু করে শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া জন্য মানববন্ধন করেন এবং পাশাপাশি সুষ্ঠু ও নিরপেক্ষ ন্যায় বিচার দাবী করেন।
এ বিষয়ে হামলার শিকার প্রভাষক মোবারক করিম সাংবাদিকদের বলেন, আমি একজন প্রভাষক। প্রভাষক হিসাবে আমি যে সম্মান অর্জন করেছিলাম, তাহা গিয়াস উদ্দিনের পরিবারের হাতে বিসর্জন দিতে হয়েছে। আমার উপর গিয়াস উদ্দিনের ছেলে ফয়সাল তার সন্ত্রাসী বাহিনীকে নিয়ে অতর্কিত হামলার বিষয়টি জনগণের সম্মুখে প্রকাশ করুন এবং স্থানীয় প্রশাসন ও পুলিশকে তাদের আইনের আওতায় এনে ন্যায় বিচার করার দাবী জানাই।
জিএমপি’র টঙ্গী পূর্ব থানার এসআই নুরেজা আক্তার বলেন, মোবারক করিমের অভিযোগটি তদন্তাধীন।
জিএমপি’র টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।