মোঃ হাসমত স্টাফ রিপোর্টার
সোশ্যাল মিডিয়াতে দিন দিন বেড়েই চলেছে প্রতারণা কোনভাবেই দমিয়ে রাখা যাচ্ছে না এসব প্রতারকদের নিত্য নতুন কৌশল অবলম্বন করে এসব প্রতারক চক্র চালিয়ে যাচ্ছে প্রতারণা হ্যাকিংয়ের রমরমা ব্যবসা। সোশ্যাল মিডিয়াতে প্রবেশ করলেই দেখা মিলে ফেসবুক হ্যাকিং ফেসবুক পেজ হ্যাকিং বিভিন্ন ওয়েতে টাকার আত্মসাৎ ইত্যাদি ঘটনা স্ট্যাটাস এবং পোস্টের।
তেমনি একটি প্রতারণার ঘটনা ঘটেছে মোঃ রিদয় শেখের সাথে অনলাইন গেম free fire খেলাকে কেন্দ্র করে পরিচয় হয় মোঃ শাওন এর সাথে ৪/৫ মাসের ব্যবধানে ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে শাওনের সাথে। এই সম্পর্কের বিশ্বাস এবং বন্ধুত্ব যেন শাওনের প্রতারণার একটি চাবিকাঠি একদিন গেম খেলার কথা বলে রিদয় শেখের কাছ থেকে ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড চায় শাওন বন্ধুত্ব ও বিশ্বাসের উপরে ভরসা করে রিদয় ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড দেয় শাওনকে আইডি দেওয়ার ৭ দিন পর প্রতারক শাওন আইডির জিমেইল রিমুভ করে দেয়।
তার ঠিক ৩ দিন পরে ০৫/০৫/২৪ তারিখ আইডির পাসওয়ার্ড নাম্বার জিমেইল সহ সবকিছু চেন্জ করে ফেলে এবং আইডি লক করে ফেলে প্রতারক শাওন রিদয় শেখকে এসএমএস দিয়ে বলে তার আইডি হ্যাক হয়ে গিয়েছে ঠিক করতে ৭০০ টাকা লাগবে বিশ্বাস করে রিদয় ৭০০ টাকা পাঠিয়ে দেয় শাওনের কাছে। পরের রিদয় বুঝতে পারে তার সাথে প্রতারণা করা হচ্ছে বুঝতে পেরে যখন শাওনের কাছ থেকে আইডি ফেরত যাওয়া হয় প্রতারক শাওন তাকে মামলার হুমকি দেখায়।
রিদয় শেখ জানান তারা আইডির দাম ৫০ হাজার টাকারও অধিক পরবর্তীতে রিদয় শেখ নিজের সুরক্ষা এবং আইডি ফেরত দেওয়ার জন্য ০৬/০৫/২৪ তারিখে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে একটি সাধারণ ডায়েরি করেন। সাধারণ ডাইরির কপি যখন প্রতারক শাওনকে পাঠানো হয়। সাধারণ ডাইরির কপি দেখে রিদয় শেখকে প্রতারক শাওন সোশ্যাল মিডিয়ার যোগাযোগ মাধ্যম Facebook, imo, whatsapp থেকে সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
শাওনের মতো এসব প্রতারকরা আর কতদিন জনসাধারণের টাকা আত্মসাৎ করবে এই প্রশ্ন যেন সকল ভুক্তভোগীদের গোপন সূত্রে তথ্য নিয়ে জানা যায় এরা মাসে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করছে যেন এদের বিচার করার মত কেউ নেই নেই। তবে এভাবেই কি চলবে তারা জানতে চাওয়া হলো সাইবার ক্রাইম একজন পুলিশ কর্মকর্তার কাছে তিনি জানান খুব তাড়াতাড়ি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এসব প্রতারক চক্রদের গ্রেফতার করার অভিযান চলছে।