মোঃ জামাল আহমেদ নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কাশিমপুরে ডাকাতির ঘটনায় নগদ টাকা ও স্মরণালংকার সহ এক বিদেশি নাগরিক আহত হয়েছে। মহানগরীর কাশিমপুরে মাধবপুর গায়েন বাড়ি এলাকায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার ১৪ মে রাতে আনুমানিক ১টার সময় গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন মাধবপুর গায়েন বাড়ি এলাকায় নিয়াজ উদ্দিনের বাসায় এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।
বাসার বেলকনির গ্রিল কেটে ৫-৬ জন ডাকাত ঢুকে বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ সবকিছু লুট করে নিয়ে যায় ডাকাতরা। এ সময় “মিস বাইজু” নামক এক চায়না মহিলা বিদেশি নাগরিক কে ডাকাতরা তাদের দেশীয় অস্ত্র দ্বারা মাথায় আঘাত করলে, অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়।
এ ঘটনায় স্বর্ণ অলংকার সহ প্রায় আনুমানিক ১৮ থেকে ২০ লক্ষ টাকা নিয়ে যায় ডাকাতরা।
পরে ১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম আহাম্মেদ আব্বাস এসে কাশিমপুর থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে আসে। এবং চায়নার বাইজু নামের মহিলাকে রক্তাক্ত অবস্থায় শেখ ফজিলাতুন্নেছা মেডিকেলে পাঠানো হয়।
জানাযায় বাইজু খান ব্রাদার্সের ইউনিফিয়া ব্যাক ফ্যাক্টরিতে কর্মরত আছেন।
ঘটনাস্থল পরিদর্শন করেন জি এম পি, সি আই ডি, ডিবি পুলিশ, পিবিআই পুলিশ ও কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সারোয়ার জাহান।