মোঃ আকরাম হোসেন স্টাফ রিপোর্টার
আশুলিয়া ইউপি র ৬ নং ওয়ার্ডের অবহেলিত জনপদে চকচকা রোড নির্মান।গার্মেন্টস শ্রমিক ও মসজিদগামী মুসল্লিদের চলাচলের এ রোডটি দির্ঘদিন পরে মেম্বার শাহাদাৎ হোসেন এর প্রচেষ্টায় আর সি সি দ্বারা ঢালাই করন সম্পন্ন।মঙ্গলবার ১৪ ই মে দুপুর বেলা ২ টায় চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর ও মসজিদের ইমাম মুসল্লী আম জনতারা,নির্মানধীন রাস্তার দৃশ্যপটে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাত পাঠ করেন।এ ওয়ার্ডটির মেম্বার শাহাদাৎ হোসেন দেশের সবচেয়ে কনিষ্ঠ মেম্বার।তিনি বয়সে কনিষ্ঠ হলেও তার কাজগুলো অনেক বড়।তিনি এ পর্যন্ত ১৬ টি রোড নির্মান ও ৫ টি ড্রেনেজ ব্যাবস্থা সহ অগনিত কাজ সম্পন্ন করেছেন।মেম্বার শাহাদাৎ হোসেন বলেন।জনগনের সেবা করতে বড় পদপদবী থাকা লাগেনা।জনগনের সেবা করতে হবে এমন মনমানসিকতা থাকা লাগবে।প্রত্যেকের জায়গা থেকে সেবামুলক কাজ করা সম্ভব।আসুন দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল ভেদাভেদ ভুলে কাঁধেকাঁধ মিলিয়ে কাজ করি।ধনী গরীবের বৈষম্য ভুলে গিয়ে মানুষের কল্যানে কাজ করি।