মোঃ আকরাম হোসেন স্টাফ রিপোর্টার
আশুলিয়া ইউপির ৮ নং ওয়ার্ডে কুরবানীর ঈদকে সামনে রেখে।একের পর এক চমক দেখিয়ে চলেছেন,আশুলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান মেম্বার রুহুল আমিন মন্ডল।এবার অবহেলিত জনপদে,জনগনের চলাচলের ব্যবস্থা সুগম করতে চকচকা রোড নির্মান করলেন।শনিবার ১৮ ই মে সকাল ৮ টায়।তার নির্বাচনীয় এলাকা ৮ নং ওয়ার্ড এর পাঁড়াগ্রামে।একটি মাদ্রসাগামী কাঁচা রোড আর সি সি দ্বারা ঢালাই করন কাজের শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগের(সভাপতি) (সাধারণ সম্পাদক)মসজিদের ইমাম ও গ্রামের গণ্যমান্য ব্যাক্তিবর্গ।নির্মাণাধীন রোডের উপরে দাঁড়িয়ে মেম্বার রুহুল আমিন মন্ডল বলেন।জনগন চায় রোড,ঈদের আগে নতুন পোষাকের চেয়ে নতুন রোড পেয়ে খুঁশি হয় জনগন।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী মমতাময়ী মা শেখ হাসিনার স্বপ্ন গ্রাম হবে শহর।সেটিকে বাস্তবায়ন করতে আশুলিযা ইউপির সফল চেয়ারম্যান আলহাজ্ব শাহাব উদ্দিন ভাইয়ের দিকনির্দেশনায়।একের পর এক উন্নয়নের সেবা জনগনের দোরগোড়ায় পৌছে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি।আশাকরি গ্রাম হবে শহর সেটি বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ।তাই বলবো আসুন,দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল ভেদাভেদ ভুলে দলমত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি।