গাজীপুরের কাশিমপুরে জয় হোসেন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কাশিমপুর থানা পুলিশ।
শুক্রবার(১৭ মে)রাত ০৮:৫০ ঘটিকায় দিকে মহানগরীর কাশিমপুরের ৩ নং ওয়ার্ডের বাগানবাড়ী এলাকার তার নিজ বসতবাড়ির শয়ণ কক্ষের ভিতর থেকে জয় হোসেন নামের ২৫ বছর বয়সের এক যুবকের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় শুক্রবার(১৭ মে )রাতে নিহতের বসতবাড়ির আশেপাশের স্থানীয় লোকজন দুর্গন্ধ পেয়ে বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করলে জয় হোসেনের বসতবাড়ির ঘরের ভিতর থেকে দুর্গন্ধ আসতে থাকে। এসময় স্থানীয় লোকজন জয় হোসেনের বসতঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখে জয় হোসেনের ঝুলন্ত মরদেহ দেখতে পায়,পরে কাশিমপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ এর একটি দল এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ওই যুবকের পড়নে শার্ট ও জিন্স প্যান্ট ছিলো বলে এলাকাবাসী জানিয়েছেন।
এবিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সানোয়ার জাহান জানান,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের উপরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি