–
নিজস্ব প্রতিনিধি
কন্দাল জাতীয় ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় মাগুরায় ৩ দিনব্যাপি কৃষি মেলা শুরু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টায় মাগুরা সদর উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। মাগুরা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অদিধপ্তর এ মেলার আয়োজন করেছে।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি মাগুরার অতিরিক্ত উপ-পরিচালক বিষ্ণুপদ সাহা, প্রকাশ চন্দ্র সরকার, বগিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর রওনক হোসেন সহ অন্যরা। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরা সদরের বাস্তবায়নে ৩ দিনব্যাপী এ মেলা চলবে ৩০ মে পর্যন্ত। মেলায় দশটি স্টলে আদা, কচুর লতি, মুখিকচু, মিষ্টি আলু, মেটে আলু সহ কন্দাল জাতীয় বিভিন্ন ফসলের প্রদর্শন করা হচ্ছে।