মোঃ আহছানউল্লাহ স্টাফ রিপোর্টার
পবিত্র ঈদ-উল আযহার অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন নলতা ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের সফল মেম্বার ইব্রাহীম খলীল।তিনি সাতক্ষীরা জেলা সহ দেশের সকল শ্রেনী পেশার মানুষের উদ্দেশ্য বলেন।ঈদ-উল আযহা বয়ে আনুক অনাবিল আনন্দ উচ্ছার্স উদ্দীপনা।ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সকলের জীবন।কুরবানী করতে ইচ্ছুক সকলের মনোবাসনা পূরন হোক এই কামনা করি।
যারা পশু কুরবানী করবেন তাদের নিকট বিনীত অনুরোধ করি।আপনি আপনার প্রতিবেশীদের প্রতি শুভদৃষ্টি দিয়ে কুরবানীর মাংস দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করুন।মনে রাখবেন ফ্রীজ ভর্তি করার জন্য আপনার কুরবানী নয়।গরীব দুঃখী মেহনতি মানুষ,গার্মেন্টস শ্রমিক সহ সকল শ্রমিক দিনমুজুরদের কুরবানীর মাংস দিয়ে ঈদের আনন্দে আনন্দীত করুন।লক্ষ রাখুন সমাজে কুরবানী করতে না পারা সকল মানুষের দিকে।ধনী গরীবের বৈষম্য ভুলে গিয়ে এককাতারে সামীল হোক মুসলীম ভাই ভাই।কুরবানী করতে আর্থিক সচ্ছলতা ফিরে আসুক সকলের দ্বারে।কুরবানীর মাংস পৌছে যাক সকলের ঘরে ঘরে।সকলকে জানাই ঈদ-উল আযহা র অগ্রিম শুভেচ্ছা।আবারো বলি ঈদ বয়ে আনুক আনন্দ উচ্ছার্স উদ্দীপনা সুখী সুন্দর ও সচ্ছল হোক আপনার ও আপনাদের আগামীদিনের পথচলা (ঈদ মোবারক)