নিজস্ব প্রতিনিধি
রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর পুঁঠিয়ায় তিন ফসলি জমি নষ্ট করে অবৈধ পুকুর খননের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্যর বিরুদ্ধে। শুধু তাই নয় সেই ফসলি জমির মাটি সরকারের কোটি টাকার রাস্তা নষ্ট করে বিক্রি করা হচ্ছে বিভিন্ন জায়গায়।
উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের কাজুপাড়া বিলে রাতের আঁধারে তিন ফসলি জমিতে পুকুর খননের এমন দৃশ্য চোখে পড়ে।
অভিযুক্ত ওই ইউপি সদস্যর নাম ফারুক হোসেন। তিনি শিলমাড়িয়া ইউনিয়নের ৫নং ওর্য়াডের ইউপি সদস্য।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, এই জমিতে সব ধরনের ফসল হয়। এছাড়া পুকুর খননের মাটি বহনকারী গাড়ি রাস্তা নষ্ট করছে। একটু বৃষ্টি হলেই রাস্তা তো নয় যেন মরণফাঁদে পরিণত হয় এর থেকে নিস্তার পাবো কিভাবে আমরা সাধারণ মানুষ তা ভেবে পাচ্ছি না । আগে মানুষের ধান কেটে জীবিকা নির্বাহ করতাম পাট কেটে জীবিকা নির্বাহ করতাম কিন্তু এখন এই পুকুর খনন হওয়াতে মুষ্টিমে কিছু ক্ষমতাশালী ব্যক্তি লাভবান হলেও আমরা সাধারণ মানুষ হারাচ্ছি কর্ম। অপরদিকে পাশের আবাদি জমি’র ফসল নষ্ট করছে।
বিষয়টির সত্যতা জানতে মুঠোফোন ইউপি সদস্য ফারুক হোসেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
পুঠিয়া থানার ওসি মো: সাইদুর রহমান বলেন, পুকুর খনন বিষয়ে আপনি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলুন তিনি অনুমতি দিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
এ বিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম নূর হোসেন নির্ঝর মুঠো ফোনে জানান, ফসলি জমিতে পুকুর খনন করার কোন অনুমতি দিইনি আমি। যদি কেউ ফসলি জমিতে পুকুর খনন করে থাকে আমি অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তিনি আরো বলেন গত দুইদিন আগেও এ বিষয়ে শিলমাড়িয়া ইউনিয়নে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করেছি।