মোঃ আকরাম হোসেন স্টাফ রিপোর্টার
আশুলিয়ায় সাংবাদিক কে হত্যার হুমকি দেওয়ায় থানায় অভিযোগ।বুধবার.০৩/০৭/২০২৪ বেলা ২ টা ৩০ মিনিটে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ.আরইবি রোড জহির সাহেব এর বাড়ির সামনে।পূর্ব পরিকল্পিত ভাবে ইন্টারনেট ব্যবসায়ী স্বাধীনতা বিরোধী শক্তি বিএন পির রাজনীতির সাথে সম্পৃক্ত সৈয়দ মামুন গং ৬ থেকে ৭ জন কিশোর গ্যাং কে নিয়ে।জাতীয় দৈনিক মুক্ত খবর পত্রিকার স্টাফ রিপোর্টার সেলিম রেজাকে শারীরিক আঘাত সহ প্রকাশ্যে হত্যার হুমকি প্রদান করেন।এর আগে গত ০২/০৭/২০২৪ মঙ্গলবার ইন্টারনেট ব্যবসায়ী সৈয়দ মামুন এর অফিসের একজন কর্মচারী নাজমুল হাসান কে,অহেতুক মারধর করায়।সৈয়দ মামুন এর বিরুদ্ধে ভুক্তভোগী নিজেই একটি লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগ এর বিষয় সমৃহ জানতে সাংবাদিক সেলিম রেজা মুঠোফোনে সৈয়দ মামুনকে কল করলে।অভিযুক্ত সৈয়দ মামুন অকথ্য ভাষায় গালিগালাজ করেন।উক্ত বিষয় নিয়ে কোনো প্রকার সংবাদ প্রকাশ করলে জীবনে মেরে ফেলার হুমকি প্রদান করেন।সাংবাদিক সেলিম রেজা বলেন।সৈয়দ মামুন স্বাধীনতা বিরোধী শক্তি বি এনপির রাজনীতির সাথে সম্পৃক্তা থেকে।বিগতদিনে চাঁদাবাজী,জমি দখল,চুরি ছিনতাই সহ সন্ত্রাসী কর্মকাণ্ডের এমন কোনো কাজ নেই সে করেনি।এখনো সে তার পূর্বের রুপ নিয়ে অপরাধ দুর্নীতি সন্ত্রাসী কর্মকাণ্ড বহালতবিয়তে চালিয়ে যাচ্ছেন।কেউ প্রতিবাদ করলে তাকে বেদম প্রহার করা সহ তাকে হত্যার হুমকি দিচ্ছেন।আবার কাউকে মেরে হাসপাতালে পাঠানোর হুমকি দিচ্ছে।তার কারনে অত্র এলাকার ভাড়াটিয়ারাও আতঙ্কে জীবন যাপন করছেন।অত্র এলাকায় তার তৈরি কিশোর গ্যাং এর কারনে সম্ভ্রান্ত পরিবারের কোনো ভাড়াটিয়া ভাড়ায় থাকতে চায়না।অত্র এলাকায় এই ধরনের কিশোর গ্যাং লিডার সন্ত্রাসের বিরুদ্ধে ভয়ে মুখ খুলছেনা কেউ।০৩/০৭/০২৪ বুূধবার সন্ধায় জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিক সেলিম রেজা আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি এ এফ এম সায়েদ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।