মোঃ জামাল আহমেদ নিজস্ব প্রতিনিধি
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর উদ্যোগে পুলিশ সুপার হিসেবে পদায়নকৃত আটজন কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ডিএমপি হেডকোয়ার্টার্সের ৩য় তলার সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বিদায়ী কর্মকর্তাদের সাথে কাজ করার অভিজ্ঞতার বিষয়ে স্মৃতিচারণ করেন।
এ সময় বিদায়ী কর্মকর্তাদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ বাংলাদেশ পুলিশের সবচেয়ে বড় ইউনিট। এখানে কাজ করার সুযোগ, অন্য রকম অনুভূতি, একটা সৌভাগ্য। ডিএমপি দক্ষ পুলিশ গড়ার ইউনিট। এখান থেকে যে অভিজ্ঞতাটা তারা সঞ্চয় করেছেন, নতুন জায়গায় ডিএমপির আলোয় সে অভিজ্ঞতাটা কাজে লাগাবেন। অন্য ইউনিট হতে যে সকল কর্মকর্তাগণের পুলিশ সুপার হিসেবে পদায়ন হয়েছে তারা খুব মেধাবী ও চৌকস অফিসার। আমি আশা করি তারাও নতুন জায়গায় নিজেদের অভিজ্ঞতাটা কাজে লাগাবেন।
কমিশনার বলেন, ডিএমপি থেকে একেবারে চলে যাচ্ছি সেটা নয় আমি ডিএমপিতে এখনো আছি তা মনে করে আপনারা যেকোন প্রয়োজনে যোগাযোগ রাখবেন। অনেকের ঢাকায় পরিবার থেকে যাবে সেজন্য যদি কোন সেবার প্রয়োজন হয় আমাদের দরজা সব সময় খোলা থাকবে। যে কোন কাজে, যেকোন বিষয়ে ডিএমপির সার্ভিসটি সবার জন্য উন্মুক্ত।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন ডিএমপি কমিশনার।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম-বার (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত); অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার; (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত); অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) মহাঃ আশরাফুজ্জামান বিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান, বিপিএম-সেবা; যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ ও বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।