মোঃ আকরাম হোসেন স্টাফ রিপোর্টার
ঢাকা জেলা উত্তর কৃষকলীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত।শনিবার ০৬ জুলাই ২০২৪ বেলা দশটায়।আশুলিয়া থানার স্বনির্ভর ধামসোনা ইউপির ০৪ নং ওয়ার্ডের কন্ডা থেকে সুবন্দী র রাস্তার দুই পাশ দিয়ে বিভিন্ন প্রকার বৃক্ষ রোপন করা হয়।ঢাকা জেলা উত্তর কৃষকলীগের আহ্বায়ক মহসিন করিম এর সভাপতিত্বে বৃক্ষ রোপন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুহাম্মদ সাইফুল ইসলাম সংসদসদস্য ঢাকা ১৯ আসন।উদ্বোধক ছিলেন কৃষিবিদ সুমির চন্দ্র(সভাপতি) বাংলাদেশ কৃষকলীগ।প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ বিটু(যুগ্ন সাধারণ সম্পাদক)বাংলাদেশ কৃষকলীগ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাকসুদুর রহমান (সহ-সভাপতি)বাংলাদেশ কৃষকলীগ।হাজী মতিউর রহমান মতিন সাধারণ সম্পাদক ধামসোনা ইউনিয়ন আওয়ামীলীগ।কাদির দেওয়ান ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্বনির্ভর ধামসোনা ইউপি।ইকবল হোসেন কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ কৃষকলীগ।হাবিবুর রহমান মোল্লা(সাংগঠনিক সম্পাদক)বাংলাদেশ কৃষকলীগ।সৈয়দ সাগিরুজ্জামান সাকিক(সাংগঠনিক সম্পাদক) বাংলাদেশ কৃষকলীগ।নূরে আলম সিদ্দিকী (সাংগঠনিক সম্পাদক)বাংলাদেশ কৃষকলীগ।অনুষ্টানটির সঞ্চালনায় ছিলেন আহসান হাবিব(সদস্য সচিব)ঢাকা জেলা উত্তর কৃষকলীগ।হযরত আলী যুগ্ন আহ্বায়ক কৃষকলীগ ঢাকা জেলা উত্তর।কৃষিবিদ মকবুল হোসেন বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আশুলিয়া থানা কৃষকলীগ। নজরুল ইসলাম নিরব সদস্য কৃষকলীগ ঢাকা জেলা উত্তর সহ আওয়ামীলীগ ও আওয়ামীলীগ এর অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও আমজনতা।এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি সাইফুল ইসলাম বলেন।গাছ লাগান পরিবেশ বাঁচান,বৃক্ষ রোপন কর্মসূচি পালন করার জন্য কৃষকলীগকে ধন্যবাদ।আপনারা জানেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে বেশি বেশি গাছ লাগানোর নির্দেশনা দিয়েছেন।প্রচণ্ড গরমে মহামারী পরিস্থিতি মোকাবেলা করতে।অক্সিজেনের মাত্রা সাভাবিক ভাবে পেতে গাছের বিকল্প নাই।কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমির চন্দ্র বলেন।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগ এর সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ কৃষকলীগ,সারা দেশে বিভিন্ন জেলা উপজেলায় ৪২ লক্ষ বৃক্ষ রোপন করার কর্মসূচী চলমান।এসময় ঢাকা জেলা উত্তর কৃষকলীগ এর আহ্বায়ক মহসিন করিম বলেন।ঢাকা জেলা উত্তর কৃষকলীগের আয়োজনে আজ সহ আশুলিয়া থানার স্বনির্ভর ধামসোনা ইউপির ৪ নং ওয়ার্ডে ২ হাজার গাছ রোপন করা হবে। আমি ও আমার সহকর্মী সদস্য সচিব আহসান হাবীব ২ লক্ষ বৃক্ষ রোপন করবো ইনশাআল্লাহ। আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।