মোঃ জুয়েল খান খুলনা বিভাগীয় প্রতিনিধি ।
বাগেরহাটের মোল্লাহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ও একজন পথচারি নিহত হয়েছেন।
শনিবার (৬ জুলাই) সকাল ৭টার দিকে মোল্লাহাট উপজেলার মা ফিলিং স্টেশনের কাছে ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আসাদ শেখ (৪০) ও সকাল সাড়ে ৮টার দিকে একই সড়কের দেড় বোয়ালিয়া এলাকায় অজ্ঞাতনামা পরিবহনের ধাক্কায় মো. আনোয়ার হোসেন খান (৩৫) ঘটনাস্থলেই নিহত হয়।
নিহত মটর সাইকেল আরোহী আসাদ শেখ খুলনার যুগিহাটি গ্রামের সাদেক শেখের ছেলে ও অপর নিহত মো. আনোয়ার হোসেন খান মোল্লাহাট উপজেলার গাংনী গ্রামের মৃত সালাম খনের ছেলে।
দিনাজপুরে পিকআপ চাপায় কৃষক নিহত
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, মোল্লাহাট উপজেলার অংশের ঢাকা-খুলনা মহা সড়কে মাত্র দেড় ঘণ্টা ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। বেপরোয়া গতির অজ্ঞাতনামা গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এ কর্মকর্তা।