মোঃ জুয়েল খান খুলনা বিভাগীয় প্রতিনিধি।
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান রবিউল ইসলাম রবি কে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা।গতকাল রাতে ডুমুরিয়া উপজেলার বর্ধিত সভা হতে খুলনা ফেরার পথে পূর্ব থেকে ওৎপেতে থাকা সন্ত্রাসীদের গুলিতে গুটুদিয়া ওয়াবদার রাস্তা নামক স্হানে নিহত হন শরাফপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান বরিউল ইসলাম রবি নিহত এই মর্মান্তিক হত্যাকান্ডে ডুমুরিয়া উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।রবিউল ইসলাম শুধু একজন চেয়ারম্যান ছিলেন তাই নয় তিনি ছিলেন জনগনের একান্ত কাছের মানুষ। এই বিষয়ে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত সাহা বলেন অনতিবিলম্বে দোষীদের গ্রেফতার করার জন্য সাড়াশি অভিযান শুরু হয়েছে।এই রিপোর্ট লেখা পর্যন্ত লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।