মোঃ জুয়েল খান খুলনা বিভাগীয় প্রতিনিধি।
বাগেরহাটের মোল্লারহাটে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব- ৬।
আটককৃতরা হলো, খুলনা জেলার হরিণটানা থানার খানজাহান নগর এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে মোঃ জুয়েল (৪৮) ও মৃত শহীদ বিশ্বাসের ছেলে শামীম বিশ্বাস (২২)।
শনিবার (৬ জুলাই) দুপুরে বাগেরহাটের মোল্লারহাট টোল প্লাজা এলাকায় ফেনি থেকে খুলনাগামী সৌদিয়া পরিবহনের একটি বাস থেকে এই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে ১০ কেজি গাজা জব্দ করা হয়। মামলা দায়ের পূর্বক আটককৃতদের মোল্লারহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬ এর প্রেসবিজ্ঞপ্তিতে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যাত্রীবাহী বাস থেকে ১০ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক মোল্লারহাট থানায় হস্তান্তর করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন মোল্লারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আশরাফুল আলম ।