মোঃ জামাল আহমেদ নিজস্ব প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর রেঞ্জ খাড়া জোড়া ফরেস্টার চেকপোস্টের কর্মকর্তাদের।লোক দেখানো চেক পোষ্টের নামে চলছে ব্যাপক চাঁদাবাজী।
উক্ত ফরেস্ট কর্মকর্তারা বাঁশের গাড়ি, কাঠের গাড়ি এবং ফার্নিচারের গাড়ি সহ বিভিন্ন ধরনের গাড়ি, থামিয়ে চেক করার নামে গাড়ি প্রতি চাঁদা কালেকশন করছেন।
ফরেস্ট কর্মকর্তা এমদাদ, মুশফিকুর রহমান মানিক নেতৃত্বে একাধিক গুন্ডাবাহিনী নিয়ে ফরেস্ট এর গাঁট সহ গাড়ি চেক করার নামে বিভিন্নভাবে টাকা আদায় করে থাকেন।
ড্রাইভারেরা টাকা দিতে রাজি না হলে মারধর করে মামলার সহ বিভিন্ন ভয় ভিত্তি দেখিয়ে চাঁদা আদায় করে নিচ্ছেন চাঁদা না দিলে তাদের গাড়ি আটকিয়ে রেখে মামলা দিচ্ছেন
এমন খবর জানতে পেরে।০৭ জুলাই ২০২৪ রবিবার সন্ধা ৭ টা ২০ মিনিটে। জাতীয় দৈনিক জনবাণী পত্রিকার রিপোর্টার জামাল আহম্মেদ সহ তিন জন সাংবাদিক সম্মিলিত হয়ে ঘটনাস্থলে গেলে টাকা নেওয়া ড্রাইভারদের মারধর করা বেশকিছু আলামত পাওয়া যায় খাড়া জোড়া ফরেস্টার চেকপোষ্টের সামনে এইসব ঘটনা প্রতিনিয়ত ঘটে ইনচার্জ এমদাদ কাছে চাঁদা কালেকশনের বিষয়ে জানতে চাইলে রাগান্বিত হয়ে হুমকি প্রদান করেন এবং মুশফিকুর রহমান মানিকের কাছে চাঁদা আদায়ের বিষয় জানতে চাইলে তিনি রাগান্বিত হয়ে তথ্য সংগ্রহের বিভিন্নভাবে বাধার সৃষ্টি করেন এবং গুন্ডাবাহিনীর হুমকি প্রদান করেন।
এই বিষয় কালিয়াকৈর উপজেলার চন্দ্রা রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুল করিম এর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন চন্দ্রা সংলগ্ন ফরেস্টার চেকপোস্ট চন্দ্রা রেঞ্জ আওতাধীন না তিনি বলেন ওখানে চাঁদাবাজি টেন্ডারবাজি গাড়ি আট করে চাঁদার টাকা নেওয়া ড্রাইভারদের মারধর করা বিষয়ে আমার জানা নাই
এবং সাংবাদিকেরা এ বিষয় নিয়ে নিউজ প্রকাশ করলে।সাংবাদিকদের কে বিভিন্ন একাধিক মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করেন। যার ভয়েজ রেকর্ড ও ভিডিও ফুটেছে তুলে রাখা হয়েছে।
অনতি বিলম্বে উক্ত ঘটনার বিষয়ে চুড়ান্ত তদন্ত পর্যবেক্ষণ পূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করতে আইন-শৃঙ্খলা বাহিনী প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসী সহ সুধীসমাজ।
পর্ব ১ বিস্তারিত আসছে পর্ব ২তে