নিজস্ব প্রতিবেদক, সংবাদ বাংলাদে: বিচারপতির নাম ভাঙিয়ে ঘুস নেওয়ায় হাইকোর্টের দুই কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মো. আবদুর রশিদ (৩৮) ও মো. হাফিজুর রহমান (৩৪)।
বুধবার (১০ জুলাই) তাদের গ্রেফতারের পর শাহবাগ থানায় নেওয়া হয়। এ ঘটনায় হাইকোর্টের বেঞ্চ অফিসার সুজিত কুমার বিশ্বাস বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেন। তিনি বলেন, হাইকোর্টের কর্মকর্তারাই বুধবার সন্ধ্যার পর তাদের (কর্মচারী) পুলিশে সোপর্দ করেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, বুধবার বিকেলে একটি বেঞ্চের এমএলএসএস মো. আব্দুর রশিদ ও রেজিস্ট্রার জেনারেলের অফিসের এমএলএসএস মো. হাফিজ মামলার বিবাদীর কাছ থেকে ৯ লাখ ২০ হাজার টাকা ঘুস নেন।
স.বা/জামাল আহম্মেদ
বিষয়টি বিচারপতির নজরে আসায় সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ দুজনকে শাহবাগ থানায় সোপর্দ করে।