মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধ
-গাইবান্ধার পলাশবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে ২ কেজি গাজাসহ শাহ আলম ও মোকলেছ নামে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
তথ্যানুসন্ধানে জানাযায় ১১ জুলাই বৃহস্পতিবার দুপুরে পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম রংপুর- ঢাকা মহাসড়কের পলাশবাড়ী পৌর এলাকার মহেশ নামক স্থানে সেঞ্চুরী স্পেশাল পরিবহন নামে একটি যাত্রী বাহী বাসে তল্লাশি চালিয়ে ২ কেজি গাজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত শাহ আলম (২২) লালমনিরহাট সদর থানার বাঁশদহ গ্রামের শামিম মিয়ার ছেলে ও মোকলেছ (৫০) একই উপজেলার হরিন চওরা গ্রামের নাছিম উদ্দীনের ছেলে।
পলাশবাড়ী থানায় অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান বলেন এ ব্যাপারে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে ।