মোঃ আকরাম হোসেন স্টাফ রিপোর্টার
আশুলিয়া বাসস্টান্ড হতে সাভার সি এন্ডবি গামী চলাচলের রোডটির বেশিরভাগ দখল করে রেখেছেন রিকশা অটোরিকশা পিকাপ ট্রাক সহ বিভিন্ন যানবাহনে।মঙ্গলবার ১৬ জুলাই বেলা ১০ টায় উক্ত রাস্তাটির দৃশ্যপট সরজমিনে পর্যবেক্ষণ করলে দেখা যায়।আশুলিয়া ইউপির ৩ নং ওয়ার্ড এর আনারকলি হতে আউকপাড়া পর্যন্ত পুরা রোডের দুই ধার দিয়ে অর্ধেক রাস্তা বন্ধ করে রেখেছেন গাড়ি পার্কিং এর নামে।স্থানীয় গন্যামান্য ব্যাক্তির মধ্যে.জহিরুল ইসলাম নামক এক ব্যাক্তি বলেন।ইচ্ছাকৃত ভাবে রোডটি দখল করে রেখেছেন।আমরা গাড়িগুলো সরাতে বললেও মানছেনা আমাদের কথা।রাস্তার উপরে গাড়ি সারাই করার নামে দির্ঘ যানজট সৃষ্টিকরে চলেছেন গ্যারেজ মেকার মালিকেরা।গার্মেন্টস কর্মীদের দুপুরে লান্সের সময় পোহাতে হচ্ছে অসহনীয় যন্ত্রনা।শিশু শিক্ষার্থী বৃদ্ধা সহ রোডে চলাচলরত জনগনের ভোগান্তি দেখার কেউ নেই।বাইপাইল এস এ পরিবহন এর মুখ হতে সম্ভার তেলপাম্প পর্যন্ত।বলিভদ্র হতে শ্রীপুর পযন্ত।বাইপাইল টু আব্দুল্লাপুর গামী রোডের বগাবাড়ি পর্যন্ত।পল্লীবিদ্যুৎ থেকে পলাশবাড়ী বাইপাইল সহ আশুলিয়ার বিভিন্ন প্রান্তে শাখা সংযোগ সড়কেও যানবাহনে পার্কিং এর নামে করে রেখেছেন দির্ঘ যানজট।এসমস্ত দখলবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের মাধ্যমে সড়কের শৃঙ্খলা বজায় রাখতে। প্রশাসনের আশুহস্থক্ষেপ কামনা করেন আশুলিয়াবাসী সহ সুধীসমাজ।