মোঃ জুয়েল খান খুলনা বিভাগীয় প্রতিনিধি।
গত ২৪ জুলাই রূপসা উপজেলায় নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেনীতে পড়ুয়া এক মেধাবী ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
কি কারণে আত্মহত্যা করেছে বিষয়টি তদন্ত করার পরে জানা গেছে, উক্ত স্কুলের শিক্ষকের কারণেই মেধাবী ছাত্রী আত্মহত্যা করেছে। যা ছাত্রীর পরিবার জানায়।
ঘটনার পর থেকে স্কুল শিক্ষক পলাতক রয়েছে।ছাত্রীর আত্মহত্যার ঘটনায় ছাত্রীর মাতা বাদি হয়ে আদালতে মামলা দায়ের করেছেন।
মামলার আসামিরা হলেন শিক্ষক মাহবুবুর রহমান,তার স্ত্রী এবং অপর শিক্ষক কাকলি গাইন এর বিরুদ্ধে।
মেধাবী ছাত্রী নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করতেন এবং একই স্কুলের শিক্ষক মাহবুবুর রহমানের কারণেই সে আত্মহত্যা করেন বলে মামলায় উল্লেখ করেছেন।
গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা মেধাবী ছাত্রী,নৈহাটি ইউনিয়নের নৈহাটি গ্রামের সাংবাদিক নুর নাহার এর একমাত্র মেয়ে চৈতী -বয়স (১৪) সে মৃত্যু বরণ করে গত ২৪ জুলাই ২০২৪ আনুমানিক ৪টা ৩০ মিনিটের সময়।
তার জানায়ার নামাজ শেষে ২৫ জুলাই বৃহস্পতিবার রাত ৯টার দিকে দাপন সম্পন্ন হয়েছে।
সাংবাদিক নুর নাহারের একমাত্র মেয়ে চৈতীর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছিলো।এসময় উপজেলার সাংবাদিক গণ সহ বিভিন্ন ধরনের ব্যক্তিগণ ও উপস্থিত ছিলেন।_ছবিটি উক্ত শিক্ষকের।