মোঃ ইদ্রিস খুলনা জেলা।
বটিয়াঘাটা উপজেলার ৭ নং আমিনপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বড় কড়িয়া গ্রামের মামরুল অটো রাইস মিলের সামনে হাসমত (৫৫) এর ছেলে নাসিম শেখ (৩০) আনুমানিক বিকাল ৫ টা ৩০ মিনিটের দিকে মৃত নাসিম শেখের স্ত্রীর সাথে কথা বললে জানা যায় তার নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকায় অজ্ঞাতনামা দুই মহিলা ঘুমন্ত নাসিম শেখের ঘরে ঢুকে নাসিম শেখের গলায় ছুরি চালায় এ সময় নাসিম শেখের স্ত্রী সংসারের কাজে অন্য ঘরে ব্যস্ত ছিলেন বলে জানিয়েছেন সুযোগ বুঝেই অজ্ঞাতনামা এই দুই মহিলা নিজেদের কাজ হাসিল করেছেন ঘুমন্ত নাসিম শেখের শ্বাস নালী কেটে যাওয়ার কারণে নাসিম শেখের অতিরিক্ত রক্তক্ষরণ হলেও গ্রামবাসি এসে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নাসিম শেখ মারা যায় বলেন জানিয়েছেন গ্রামবাসী।