শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত মাহমুদুর রহমান। লিফট মেরামতে অবহেলায় গাজীপুরে তাজউদ্দিন হাসপাতালে নিহত ১। পটুয়াখালী ভার্সিটির বহিঃ ক্যাম্পাস বাবুগঞ্জে নবনিযুক্ত উপাচার্যের মতবিনিময়। বিপুল পরিমাণ বিদেশী মদ, মুদ্রা ও দেশীয় অস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপি পুলিশ। ৯৯৯-এর রেসপন্স টাইম আরো কমিয়ে আনা হবে-আইজিপি পটুয়াখালীতে সার্কুলার ইকোনমি এন্টপ্রেনরশীপ প্রোগ্রামে প্রথম  পটুয়াখালী ভার্সিটি ঢাকা জেনেভা ক্যাম্প থেকে অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার; শীর্ষ মাদক ব্যবসায়ী পিচ্চি রাজাসহ গ্রেফতার ৩৫ সাতক্ষীরার নলতায় পূজা নিয়ে বানোয়াট পোষ্টার দিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে কুচক্রী মহল – ডাঃ মনিরুজ্জামান মনি অপরাধ নিয়ন্ত্রণে ক্র্যাব ও ডিএমপি পাশাপাশি কাজ করে যাচ্ছে: ডিএমপি কমিশনার চট্টগ্রামে আইজিপি “কেউ আইন হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা”

সাবেক ২ সংসদ সদস্য ও চেয়ারম্যান সহ ১১৯ জনে বিরুদ্ধে হত্যা মামলা।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

ঢাকার সাভারে গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলা ও গুলি বর্ষণ হত্যার অভিযোগে ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক সাংসদ তৌহিদ জং মুরাদ ও তিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ১১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন আশুলিয়ার বাইপাইল এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আস-সাবুরের স্বজন সাহিদ হাসান ওরফে মিঠু।

নিহত আস-সাবুর (১৬) নওগাঁ জেলার মহাদেবপুর থানার মহাদেবপুর গ্রামের নায়েদ ওরফে জাকিরের ছেলে। সে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়ার শিমুলতলার এলাকায় পরিবারের সাথে ভাড়া থেকে জামগড়া শাহীন স্কুলে ১০ দশম শ্রেণীর শিক্ষার্থী।

ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম (৫৫), আ.লীগের সাবেক আরেক তালুকদার মো. তৌহিদ জং মুরাদ, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন (৫৪) ও তার বাবা সাভার পৌরসভার মেয়র আব্দুল গনি, থানা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন খাঁন(৫৬), পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান (৬১), আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাবউদ্দিন মাদবর (৫৮), ইয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন আহমেদ ভূইয়া (৫০), সাভার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার (৭০) ও আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার (৫২) ও যুগ্ম আহ্বায়ক মইনুল ভূইয়াসহ (৪২) মোট ১১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছ।

মামলার এজাহারে বলা হয়, গত ৫ আগস্ট বেলা ১১ টার দিকে আস-সাবুর নিজের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করার জন্য তার ভাড়া বাসা শিমুলতলা থেকে বাইপাইল এলাকায় যায়। পরে দুপুর ২ টার দিকে মামলার বাদী খবর পান তার তার ভাই আস-সাবুর মৃত অবস্থায় বাইপাইল মোড়ে পড়ে আছে। খবর পেয়ে লোকজন নিয়ে বাইপাইল মোড়ে গিয়ে তার ভাইয়ের ক্ষত-বিক্ষত নিথর মরদেহ পড়ে থাকতে দেখেন। আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সন্ত্রাসীরা তাকে পিটিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার বাদী সাহিদ হাসান ওরফে মিঠু বলেন, আমরা সাবুরের মরদেহ উদ্ধারের পর খোঁজখবর নিয়ে জানতে পারি ঘটনার দিন ১ থেকে দেড় হাজার বৈষম্য বিরোধী কোটা আন্দোলনকারী বাইপাইল মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে। এসময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সন্ত্রাসীরাসহ অজ্ঞাতনামা আরও আসামিরা দেশী ও আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীসহ যাকে সামনে পেয়েছে তাকেই এলোপাতাড়ি পিটিয়েছে ও গুলিবর্ষণ করেছে। আসামিদের মারপিট ও গুলি বর্ষণে আমার ভাই আস-সাবুর ঘটনাস্থলেই মারা যায়। আসামিরা পরস্পরের যোগাযোগসাজশে আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে গণহারে পিটিয়ে ও গুলি করে হত্যা করে। পরবর্তীতে সাবুরের মরদেহ উদ্ধার করে গ্রামের বাড়ির মহাদেবপুর বাস স্ট্যান্ড কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

এব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) এএফএম সায়েদ বলেন, শুক্রবার রাতে ১১৯ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামরা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে সাভারে গত ৪ ও ৫ আগস্ট আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের হামলায় ৩৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত ও গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন অনেকেই।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৯ পূর্বাহ্ণ
  • ১১:৫১ পূর্বাহ্ণ
  • ১৬:০৬ অপরাহ্ণ
  • ১৭:৪৯ অপরাহ্ণ
  • ১৯:০২ অপরাহ্ণ
  • ৫:৪৯ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102