নিজস্ব প্রতিনিধি
গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন আমবাগ মধ্যপাড়ায় কথিত পুলিশের সোর্স জামাল গংদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে বিক্ষোভ প্রদর্শন করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী ।
এ সময় কাশেম আলী জানান তার বাড়ির নিচতলায় একটি দোকান ভাড়া নিয়ে জামাল দীর্ঘদিন যাবত জমি কেনা বেচার অফিসের আড়ালে মাদক ব্যবসা এবং বিভিন্ন অনৈতিক কর্মকান্ড পরিচালনা করে আসছিলেন।
বারবার তাকে অফিসটি খালি করার নির্দেশ দিলেও তিনি তার কথায় কর্ণপাত না করে উল্টো তাকে বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে।
গতকাল ৩০/৮/২০২৪ইং তারিখে পুনরায় তাকে ঘরটি খালি করার কথা জানালে তিনি এবং তার বড় ভাই দোকান মালিকের কাছে টাকা দাবি করেন। তিনি বলেন আমি কিসের টাকা দেব তোমাদের তারপরে পূর্ব পরিকল্পিতভাবে তাঁদেরকে মারধর করে। জামাল গং
১। হানিফ সরকার, (৪০), ২। মোঃ জামাল সরকার (৪৩),উভ পিতা-মৃত আবেদ আলী, ৩। মোঃ আনোয়ার হোসেন ( ৫০), পিতা অজ্ঞাত,৪। মোঃ রাসেল সরকার(১৯)পিতা জামাল সরকার, ৫। মোঃ শওকত সরকার (১৮), পিতা হানিফ সরকার, , সর্ব সাং আমবাগ, মধ্যপাড়ামডেলপাড়া। বাংলালিংক টাওয়ার সংলগ্ন থানা কোনাবাড়ী গাজীপুর মহানগর
সহ তাহাদের সহযোগী অজ্ঞাতনামা ৫/৬ জন নামে কোনাবাড়ী থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করেন বাড়ীর মালিক মোঃ আবুল কাশেম আলী ।
এলাকাবাসীর সূত্রে জানাজায় মালিকের ছেলে পারভেজ এগিয়ে আসলে তাদেরকেও মারধর করেতে থাকে তারা বাড়ির মালিকের ডাক চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পুলিশের সোর্স জামাল বাহিনীর লোকজন।
এই ঘটনায় কাসেম আলীর ছেলে পারভেজ হাসান এবং প্রতিবেশী ফরিদ হোসেন গুরুতর আহত হলে তাদেরকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় এবং চিকিৎসাধীন আছেন জানা যায়