মোঃ জামাল আহমেদ নিজস্ব প্রতিনিধি
গাজীপুরের কাশিমপুরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা ও ৭ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিস লুটপাটের ঘটনা ঘটেছে।
কাশিমপুরে বেড়েই চলেছে ডাকাতির ঘটনা কোনভাবেই নিস্তার পাচ্ছে না ধনী ব্যক্তি ও জনপ্রতিনিধিরা দুই তলা থেকে তিন তলা বিশিষ্ট বসতবাড়ির পেছন দিক দিয়ে ঢুকে জানালার গ্রিল কেটে ডাকাতির ঘটনা ঘটেছে প্রায় একই রকম, এবং প্রত্যেকটি ডাকাতির ঘটনা একই ক্যাটাগরিতে এরই ধারাবাহিকতায় ।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর )রাত আনুমানিক ৩:০০ ঘটিকায় দিকে মহানগরীর কাশিমপুরের ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মনির হোসেন মন্ডলের বাসায় এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।
এসময় বাসা-বাড়ীর দেয়াল টপকে নিচ তলার বেড রুমের লোহার জানালা গ্রিল কেটে ৫-৬ জন ডাকাত ঢুকে বাড়িরতে থাকা লোকজন দের অগ্নি অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালংকার সহ সবকিছু লুট পাট করে নিয়ে যায় ডাকাতরা।
এঘটনায় ৭ ভরি স্বর্ণ অলংকার সহ প্রায় আনুমানিক ১ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে যায় ডাকাতরা।
লুটপাটের পর ডাকাত দল স্থান পরিবর্তন করলে জিম্নি অবস্থায় থাকা কাজের লোক ও বাড়ির মালিক তার হাতের বাঁধন খুলে ডাক চিৎকার শুরু করে।
তাদের ডাক চিৎকারে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে কাশিমপুর থানা পুলিশকে খবর দেয়।
ঘটনাস্থল পরিদর্শন করেন কাশিমপুর থানা পুলিশ তদন্ত কর্মকর্তা মহিউদ্দিন।