নিজস্ব প্রতিনিধি
গাজীপুর কাশিমপুর থানাধীন ৫ নং ওয়ার্ডের পশ্চিম শৈলডুবীর ভূঁইয়াপাড়া এলাকায় পারিবারিক সম্পত্তির ন্যায্য হিস্যা নিয়ে সংঘর্ষে পাঁচ জন আহত হয়েছেন। এর মাঝে গুরুতর আহত তিনজন কে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হইয়াছে। এমন ঘটনাটি ঘটেছে ৭ই সেপ্টেম্বর শনিবার সকাল ৮,৩০ টা ঘটিকায় সময়। প্রতিবেদন প্রণয়নকালে থানায় অভিযোগের সূত্র ধরে ঘটনা স্থলে গিয়ে জানা যায় বাদী ফেরদৌস চৌধুরীর সৎ চাচা শহীদ চৌধুরী (৫৫)ও চাচাতো ভাই ফাইজুল করিম (২২) আবু ছালেহ চৌঃ(২৭) রেজাউল করিম চৌধুরী (২৪)। aবাদীর পৈত্রিক সূত্রে পাওয়া ভুমিতে একটি দোকান ঘর নির্মাণ করা কালীন সময়ে বিবাদী পক্ষগন দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে স্বদল বল নিয়ে উক্তভূমিতে প্রবেশ করিয়া নির্মাণ শ্রমিকদের এলোপাতাড়ি মাইর দোর শুরু করে শ্রমিকদের ডাক চিৎকারে ফেরদৌস এগিয়ে আসিলে তাহাকে আগ্রাসী ভূমিকায় আক্রমণ করে পরবর্তীতে তার পরিবারের লোকজন অন্যান্য ভাই বোন মা আগাইয়া আসিলে তাদের কে ও বেদরক মারপিট করা হয় । এ বিষয়টি ফেরদৌস চৌধুরীর বড় চাচা মীমাংসা করে দেবে বলে উভয় পক্ষকে সমঝোতা প্রদর্শের জন্য আহ্বান করেন। কিন্তু তাহার বড় ভাইয়ের কথা শহীদ চৌধুরী উপেক্ষা করে তার উপর আক্রমন চালায় যা পরবর্তীতে বিক্ষিপ্ত ঘটনার আরও বেপরোয়া হয়ে উঠে বর্তমানে এলাকাটিতে আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার্স ইনচার্জ জাহিদুল ইসলাম জাহিদ জানায়, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সুষ্ঠ তদন্ত করে অপরাধীদের আইনের আইনের আওতায় আনা হবে।